সুন্দরবন, 13 জুন : বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর ৷ নিহতের নাম কালীপদ সর্দার (60) ৷ তিনি সুন্দরবন উপকুলীয় থানার ছোট মেল্লাখালি গ্রামের কালিকাপুর এলাকার বাসিন্দা ৷ জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর (Fisherman died by Tiger Attack) ৷
জীবিকার তাগিদে জঙ্গলে ঢুকে পড়ার কারণে ঘটেছে এই প্রাণঘাতী ঘটনা । ভোরে ঝিলা 4 নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন কালীপদ সর্দার। তখনই পিছন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর । কালীপদবাবুর সঙ্গীরা জানিয়েছেন, কাঁকড়া ধরার জন্য যখন তাঁরা জঙ্গলে নামার তোড়জোড় করছিলেন, সেইসময়েই পিছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী দলের উপরে। তারপর টানতে টানতে কালিপদকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। ওই মৎস্যজীবীদের দলের অন্যান্য সঙ্গীরা কালীপদকে চেষ্টা করেও বাঁচাতে পারেননি ৷ পরে তাঁর ক্ষত-বিক্ষত দেহ জঙ্গল থেকে উদ্ধার হয় ৷
বন দফতর সূত্রে খবর, প্রশাসনের নির্দেশ অনুযায়ী দু’মাস ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে । আর সেই নির্দেশকে উপেক্ষা করে প্রায় প্রতিদিন রাতের অন্ধকারে বহু মানুষ ঢুকে পড়ছেন কাঁকড়া ধরতে । তাছাড়া মাছ ধরার জন্য মৎস্যজীবী দলটির কোনও বৈধ অনুমতিপত্র ছিল না ।
আরও পড়ুন: কাঁকড়া ধরার সময় ঝাঁপিয়ে পড়ল বাঘ, গোসাবায় মৃত্যু মৎস্যজীবীর