কুলতলি, 3 নভেম্বর : সুন্দরবনের আবারও বাঘের হামলায় প্রাণ গেল এক মৎস্যজীবীর । মৃতের নাম শ্রীনিবাস মণ্ডল ৷ তিনি দক্ষিণ 24 পরগনার কুলতলির কিশোরী মোহনপুরের বাসিন্দা ।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, 52 বছর বয়সী শ্রীনিবাস ছোট থেকেই মাছ ধরার কাজ করেন ৷ জানতেন, মাছ ধরতে যাওয়ায় ঝুঁকি রয়েছে যথেষ্ট । তা সত্ত্বেও কোনও উপায় নেই । কারণ, পেট বড় বালাই । নিজের এবং পরিজনদের পেটে খাবার জোটাতে তাই ঝুঁকিই নিতে হত তাঁকে ।
আরও পড়ুন : Fisherman of sundarban : সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হানায় জখম মহিলা
এলাকাবাসীর দাবি, বহুবার বাঘের মুখ থেকে কোনওক্রমে ফিরে এসেছেনও তিনি । কিন্তু এবার আর ভাগ্য সহায় হল না । বাঘের হামলায় প্রাণ গেল তাঁর ।
সোমবার সকালে ওই মৎস্যজীবী বেলিফিলির জঙ্গলে যান । লক্ষ্য ছিল কাঁকড়া সংগ্রহ করা । ওই কাঁকড়া ধরে এনে বাজারে বিক্রি করলে দু’পয়সা আয় হবে । যা দিয়ে কয়েকটা দিন সংসার চলে যাবে । পেট ভরে খাবার পাবেন পরিজনেরা । তাঁদের মুখে ফুটবে হাসি ।
আরও পড়ুন : Sunderban : বাঘের সঙ্গে টানা এক ঘণ্টা লড়াই করে বাড়ি ফিরলেন মৎস্যজীবী
কিন্তু দুপুরেই ছন্দপতন । বেলিফিলির জঙ্গলে পিছন দিক থেকে শ্রীনিবাসের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ । মাটিতে লুটিয়ে পড়েন তিনি । সঙ্গীরা বাঘের কবল থেকে উদ্ধার করার চেষ্টা করেন তাঁকে । তবে লাভ হয়নি ।
মঙ্গলবার দেহ নিয়ে এলাকায় ফেরেন মৎস্যজীবীরা । তারপর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া । পুলিশ ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । মৎস্যজীবীদের কাছে বৈধ কাগজপত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Women Empowerment : লকডাউনে পড়াশোনায় ইতি, ‘মাতৃযান’ চালিয়েই সংসারের হাল ধরেছেন চম্পা