ETV Bharat / state

স্বাধীনতার পর প্রথম, সাগরের বিধায়ক রাজ্যের মন্ত্রিসভায় - সাগরের বিধায়ক রাজ্যের মন্ত্রিসভায়

গত দুইবার সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা । এইবার সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গের মানচিত্রে শেষ প্রান্ত সাগরদ্বীপের বিধায়ক ।

First after independence MLA of Sagar in state cabinet ministry WB
First after independence MLA of Sagar in state cabinet ministry WB
author img

By

Published : May 10, 2021, 9:19 PM IST

গঙ্গাসাগর, 10 মে : এই প্রথম সাগর বিধানসভার কোনও বিধায়ক স্থান পেলেন রাজ্যের মন্ত্রিসভাতে । মন্ত্রী হলেন বঙ্কিমচন্দ্র হাজরা ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার । রাজ্যের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন । দক্ষিণ 24 পরগনা সাগর বিধানসভা কেন্দ্রের টানা তিনবারের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা হয়েছেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী । আজ শপথবাক্য পাঠ করেন তিনি । গত দুইবার সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা । এইবার সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গের মানচিত্রে শেষ প্রান্ত সাগরদ্বীপের বিধায়ক । স্বাধীনতার পরে এই প্রথম সাগর বিধানসভা কেন্দ্রের কোনও বিধায়ক স্থান পেলেন রাজ্যের মন্ত্রিসভায় ।

শুনুন কী বললেন বঙ্কিমচন্দ্র হাজরা ৷

আরও পড়ুন : করোনা মোকাবিলাই প্রথম কাজ, ভার্চুয়ালি শপথ নিয়ে বললেন রথীন

এদিন শপৎ নিয়ে বাড়ির পথে রওনা দেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । তিনি মন্ত্রী হওয়ায় সকাল থেকে সাগরে ছিল উৎসবের আমেজ । মন্ত্রী হয়ে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভাসালে করে কচুবেড়িয়া ঘাট এসে পৌঁছালে বঙ্কিমচন্দ্র হাজরাকে নিয়ে কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে ৷

বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "দায়িত্ব পাওয়ার পর কাজ অনেক বেড়ে গিয়েছে । গত 10 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব ৷ সুন্দরবনের বেশ কিছু নদীবাঁধ আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নদী বাঁধগুলি মেরামতি করা আমার প্রধান কাজ ।"

গঙ্গাসাগর, 10 মে : এই প্রথম সাগর বিধানসভার কোনও বিধায়ক স্থান পেলেন রাজ্যের মন্ত্রিসভাতে । মন্ত্রী হলেন বঙ্কিমচন্দ্র হাজরা ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার । রাজ্যের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন । দক্ষিণ 24 পরগনা সাগর বিধানসভা কেন্দ্রের টানা তিনবারের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা হয়েছেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী । আজ শপথবাক্য পাঠ করেন তিনি । গত দুইবার সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা । এইবার সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন পশ্চিমবঙ্গের মানচিত্রে শেষ প্রান্ত সাগরদ্বীপের বিধায়ক । স্বাধীনতার পরে এই প্রথম সাগর বিধানসভা কেন্দ্রের কোনও বিধায়ক স্থান পেলেন রাজ্যের মন্ত্রিসভায় ।

শুনুন কী বললেন বঙ্কিমচন্দ্র হাজরা ৷

আরও পড়ুন : করোনা মোকাবিলাই প্রথম কাজ, ভার্চুয়ালি শপথ নিয়ে বললেন রথীন

এদিন শপৎ নিয়ে বাড়ির পথে রওনা দেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । তিনি মন্ত্রী হওয়ায় সকাল থেকে সাগরে ছিল উৎসবের আমেজ । মন্ত্রী হয়ে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে ভাসালে করে কচুবেড়িয়া ঘাট এসে পৌঁছালে বঙ্কিমচন্দ্র হাজরাকে নিয়ে কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে ৷

বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "দায়িত্ব পাওয়ার পর কাজ অনেক বেড়ে গিয়েছে । গত 10 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব ৷ সুন্দরবনের বেশ কিছু নদীবাঁধ আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নদী বাঁধগুলি মেরামতি করা আমার প্রধান কাজ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.