ETV Bharat / state

Fire at Namkhana : নামখানা ব্রিজের নিচে আগুনে ভস্মীভূত 1টি দোকান

পাটকাঠির দোকানে আগুন ৷ দক্ষিণ 24 পরগনার নামখানা থানার উল্টোদিকে অবস্থিত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে অবস্থিত একটি দোকান ভস্মীভূত (Fire under Namkhana Bridge) ৷

Fire at Namkhana
নামখানা ব্রিজের নিচে আগুন
author img

By

Published : Jan 3, 2022, 7:20 AM IST

নামখানা, 3 জানুয়ারি : গভীরে রাতে আগুন লাগল নামখানা ব্রিজের নিচে (Fire at Namkhana) ৷ ভস্মীভূত 1টি দোকান ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা থানার উল্টোদিকে অবস্থিত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে (Fire under Namkhana Bridge) । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হঠাৎ করে নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে একটি পাটকাঠির দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা (namkhana news) । প্রচুর পরিমাণে দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ৷ যার জেরে আশেপাশের দোকানগুলি কম বেশি ক্ষতিগ্রস্ত হয় ৷

এরপর কাকদ্বীপ থেকে একটি ও ডায়মন্ডহারবার থেকে দমকলের একটি ইঞ্জিনের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।

নামখানা ব্রিজের নিচে আগুন

খবর পেয়ে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশাপাশি দোকানে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে আনে । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । কী কারণ আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা । আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ।

আরও পড়ুন : Alipurduar Flyover Fire : ফ্লাইওভারের নিচে পুড়ছে মানুষ, ভয়ানক দৃশ্যের সাক্ষী আলিপুরদুয়ার

নামখানা, 3 জানুয়ারি : গভীরে রাতে আগুন লাগল নামখানা ব্রিজের নিচে (Fire at Namkhana) ৷ ভস্মীভূত 1টি দোকান ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানা থানার উল্টোদিকে অবস্থিত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে (Fire under Namkhana Bridge) । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হঠাৎ করে নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের নিচে একটি পাটকাঠির দোকানে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা (namkhana news) । প্রচুর পরিমাণে দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ৷ যার জেরে আশেপাশের দোকানগুলি কম বেশি ক্ষতিগ্রস্ত হয় ৷

এরপর কাকদ্বীপ থেকে একটি ও ডায়মন্ডহারবার থেকে দমকলের একটি ইঞ্জিনের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।

নামখানা ব্রিজের নিচে আগুন

খবর পেয়ে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশাপাশি দোকানে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে আনে । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । কী কারণ আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা । আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ।

আরও পড়ুন : Alipurduar Flyover Fire : ফ্লাইওভারের নিচে পুড়ছে মানুষ, ভয়ানক দৃশ্যের সাক্ষী আলিপুরদুয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.