সোনারপুর, 4 জুলাই : বিধানসভা ভোটে জয়ী তারকা প্রার্থীদের মধ্যে যাঁদের মাঠে-ময়দানে দেখা মিলছে, সেই তালিকায় অবশ্যই সামনের সারিতে রয়েছেন লাভলি মৈত্র । আজ সকাল দশটায় সোনারপুর দক্ষিণে শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচি ছিল বিধায়কের । সেই জন্য মঞ্চও বাঁধা হয়েছিল ব্লু স্কাই মাঠে । কিন্তু গতরাতে কোনও এক অজ্ঞাত কারণে আগুন লেগে যায় মঞ্চে । ভস্মীভূত হয়ে যায় বিধায়কের অনুষ্ঠান মঞ্চ ।
বিষয়টি নজরে আসে পুলিশের টহলদারি ভ্যানের । তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান । কিন্তু ততক্ষণে মঞ্চের যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে । মঞ্চ ভস্মীভূত হলেও বন্ধ হয়নি বিধায়কের কর্মসূচি । মঞ্চ ছাড়াই খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করে তৃণমূল ।
এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিধায়কের অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে । ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন : বেলঘরিয়ায় তৃণমূলের পার্টি অফিসে চলল গুলি, জখম দুই কর্মী
যদিও আগুন লাগার ঘটনার সঙ্গে নিজেদের কোনওরকম যোগের কথা অস্বীকার করেছে বিরোধী শিবির । এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সুনিপ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই । নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে । তৃণমূল রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে ।"
আগুন কীভাবে লাগল ? নিছকই দুর্ঘটনা, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে এর পিছনে ? যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ আগুন লাগিয়ে থাকে তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, সেই সবের উত্তর খুঁজছে সোনারপুর থানার পুলিশ ।