ETV Bharat / state

Usthi Fire : মধ্যরাতে উস্থির বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশকিছু দোকান - মধ্যরাতে উস্থির বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশকিছু দোকান

বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল উস্থির হটুগঞ্জ বাজারের বেশ কিছু দোকান (Fire Breaks Out in Usthi) ৷ কেউ হতাহত না হলেও, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ৷

fire breaks out at usthi
মধ্যরাতে উস্থির বাজারে অগ্নিকাণ্ড
author img

By

Published : Feb 3, 2022, 7:12 AM IST

Updated : Feb 3, 2022, 9:00 AM IST

উস্থি , 3 ফেব্রুয়ারি : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্থি থানা এলাকার হটুগঞ্জ বাজারে (fire breaks out at hatuganj market area of usthi) । বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন গভীর রাতে হটুগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায় । স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানকে । খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

মধ্যরাতে উস্থির বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশকিছু দোকান

আরও পড়ুন : আগুনে পুড়ে ছাই লরির নিচের অংশ, ভেতরে দিব্যি ঘুমাচ্ছেন চালক-খালাসি

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগেছিল । ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷

উস্থি , 3 ফেব্রুয়ারি : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি দোকান । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্থি থানা এলাকার হটুগঞ্জ বাজারে (fire breaks out at hatuganj market area of usthi) । বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷

স্থানীয় সূত্রে খবর, এদিন গভীর রাতে হটুগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায় । স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বাজার এলাকায় বেশ কয়েকটি দোকানকে । খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

মধ্যরাতে উস্থির বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশকিছু দোকান

আরও পড়ুন : আগুনে পুড়ে ছাই লরির নিচের অংশ, ভেতরে দিব্যি ঘুমাচ্ছেন চালক-খালাসি

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগেছিল । ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷

Last Updated : Feb 3, 2022, 9:00 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.