রায়দিঘি, 19 ডিসেম্বর: সম্পত্তির বিবাদ ও পারিবারিক গণ্ডগোলের জেরে ছেলের হাতে খুন হলেন বাবা । দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানা অন্তর্গত মথুরাপুর দু'নম্বর ব্লকে উত্তর কুমড়া পাড়ার নদী বাঁধ এলাকায় ঘটনাটি ঘটে (Father Killed By Son) ৷
মৃত ব্যক্তির নাম দুলাল চন্দ্র গায়েন (62) ৷ পেশায় একজন রিক্সা চালক ছিলেন তিনি । দীর্ঘদিন ধরে বাবা ছেলের মধ্যে মনোমালিন্য চলছিল বলে অভিযোগ । বচসা চলাকালীন ওই ব্যক্তির বড় ছেলে দীপঙ্কর গায়েন ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে বলে জানা যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যান দুলালবাবু । পরে স্থানীয় লোকজন রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার পরই ছেলে পালিয়ে যায় ৷ পরে অবশ্য তাঁকে গ্রেফতার করে পুলিশ । স্থানীয় এলাকাবাসীর বক্তব্য, মানসিক ভারসাম্যহীন ছিল ওই বড় ছেলে । ওই ছেলে দিনমজুরের কাজ করত বলে জানা যায় । এই ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয় ।
আরও পড়ুন: মহিলাদের ফাঁদে ফেলে প্রতারণা, দিল্লিতে গ্রেফতার ভুয়ো আইপিএস
ওই ব্যক্তির মেজো মেয়ে স্বপ্না দেবনাথ বলেন, "তিনি বাড়িতে ছিলেন না ৷ ফোন পেয়ে আসেন ৷ এসে দেখেন বাবার মৃতদেহ পড়ে আছে ৷ তিনি জানতে পারেন বাবাকে ভাই খুন করেছে ৷ ভাই মানসিক ভারসাম্যহীন ৷" স্থানীয় এক প্রতিবেশীর কথায়, ওই ব্যক্তির বড় ছেলে ধারালো অস্ত্র দিয়ে মেরেছে ৷ ওই বড়ো ছেলের মানসিকভাবে অসুস্থ ছিলেন ৷