ETV Bharat / state

Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বেঁচে ফিরলেন শ্বশুর-বৌমা, ক্যানিং হাসপাতালে ভরতি - বাসন্তী থানার অন্তর্গত লেবুখালি

তিনটে রেলের ভয়াবহ দুর্ঘটনা ৷ করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন রাজ্যের সইদুল মোল্লা ও পারুল মোল্লা ৷ ওই বগিতে শুধুমাত্র চারজনই বেঁচে ফিরেছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন শ্বশুর-বউমা সইদুল মোল্লা ও পারুল মোল্লা ৷

ETV Bharat
সইদুল মোল্লা ও পারুল মোল্লা
author img

By

Published : Jun 3, 2023, 10:05 AM IST

Updated : Jun 3, 2023, 10:35 AM IST

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন দক্ষিণ 24 পরগনার পরিবারের দুই সদস্য

গোসাবা, 3 জুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আপাতত 238 ৷ জখম প্রায় 900 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এর মধ্যে থেকে বেঁচে ফিরলেন রাজ্যের দুই যাত্রী সইদুল মোল্লা ও পারুল মোল্লা ৷ তাঁরা দু'জনেই গুরুতর আহত অবস্থায় দক্ষিণ 24 পরগনার হাসপাতালে চিকিৎসাধীন ৷ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন বাসন্তী থানার অন্তর্গত লেবুখালি এলাকার একই পরিবারের দু'জন ৷

সইদুল মোল্লা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কোনওরকমে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ৷ তিনি বললেন, "শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলাম ৷ আটটা বগির পরের বগিতে ছিলাম ৷" তিনি জানান, শৌচালয়ে ঢুকেছেন সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে ৷ কোনওরকমে ধাক্কা মেরে ওই শৌচালয়ের দরজা খুলে বেরিয়ে আসেন সইদুল ৷ ওই বগিতে থাকা মাত্র চারজন বেঁচে ফিরেছেন ৷ সইদুলের পুত্রবধূ পারুলের গায়ের উপর চারজন পড়ে গিয়েছিলেন ৷ সেই মৃতদেহগুলি সরিয়ে তাঁর পুত্রবধূকে টেনে বের করেন সইদুল ৷ তাঁর একটাই কামনা, এমন মর্মান্তিক ঘটনা যেন আর তাঁর জীবনে ফিরে না-আসে ৷

শ্বশুর সইদুল ও বউমা পারুল বর্তমানে ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন ৷ পারুল মোল্লা জানান, স্বামী ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন ৷ তিনি নিজেও সেখানে কাজ করেনন ৷ স্বামীকে দেখতে বেঙ্গালুরু যাচ্ছিলেন ৷ ওড়িশায় বালাসোরের কাছে ঘটে জোড়া দুর্ঘটনা ৷ তাঁদের বগিতে 4 জন ছাড়া আর কেউ জীবিত ছিল না ৷

সইদুল মোল্লা জানান, সেই দৃশ্য এখনো যেন চোখের সামনে ভেসে উঠছে ৷ পরিবারের এক সদস্য সফিকুল মোল্লা জানান, এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ দু'জনকে ওখান থেকে নিয়ে আসেন ৷ দুর্ঘটনাস্থলে চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

বালাসোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন দক্ষিণ 24 পরগনার পরিবারের দুই সদস্য

গোসাবা, 3 জুন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আপাতত 238 ৷ জখম প্রায় 900 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এর মধ্যে থেকে বেঁচে ফিরলেন রাজ্যের দুই যাত্রী সইদুল মোল্লা ও পারুল মোল্লা ৷ তাঁরা দু'জনেই গুরুতর আহত অবস্থায় দক্ষিণ 24 পরগনার হাসপাতালে চিকিৎসাধীন ৷ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন বাসন্তী থানার অন্তর্গত লেবুখালি এলাকার একই পরিবারের দু'জন ৷

সইদুল মোল্লা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কোনওরকমে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ৷ তিনি বললেন, "শালিমার থেকে চেন্নাই যাচ্ছিলাম ৷ আটটা বগির পরের বগিতে ছিলাম ৷" তিনি জানান, শৌচালয়ে ঢুকেছেন সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে ৷ কোনওরকমে ধাক্কা মেরে ওই শৌচালয়ের দরজা খুলে বেরিয়ে আসেন সইদুল ৷ ওই বগিতে থাকা মাত্র চারজন বেঁচে ফিরেছেন ৷ সইদুলের পুত্রবধূ পারুলের গায়ের উপর চারজন পড়ে গিয়েছিলেন ৷ সেই মৃতদেহগুলি সরিয়ে তাঁর পুত্রবধূকে টেনে বের করেন সইদুল ৷ তাঁর একটাই কামনা, এমন মর্মান্তিক ঘটনা যেন আর তাঁর জীবনে ফিরে না-আসে ৷

শ্বশুর সইদুল ও বউমা পারুল বর্তমানে ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন ৷ পারুল মোল্লা জানান, স্বামী ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন ৷ তিনি নিজেও সেখানে কাজ করেনন ৷ স্বামীকে দেখতে বেঙ্গালুরু যাচ্ছিলেন ৷ ওড়িশায় বালাসোরের কাছে ঘটে জোড়া দুর্ঘটনা ৷ তাঁদের বগিতে 4 জন ছাড়া আর কেউ জীবিত ছিল না ৷

সইদুল মোল্লা জানান, সেই দৃশ্য এখনো যেন চোখের সামনে ভেসে উঠছে ৷ পরিবারের এক সদস্য সফিকুল মোল্লা জানান, এই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ দু'জনকে ওখান থেকে নিয়ে আসেন ৷ দুর্ঘটনাস্থলে চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন: ট্রেন বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে 238, ওড়িশায় একদিনের শোক

Last Updated : Jun 3, 2023, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.