ETV Bharat / state

খবর পেয়েই পালাল পরিবারের লোকজন, সেফ হোমেই করোনা রোগীর দেহ - আমতলার সেফহোম

করোনা আক্রান্ত হয়ে আমতলার সেফ হোমে ছিলেন সঞ্জয় ভক্ত ৷ সেখানেই সোমবার মৃত্যু হয়ে তার ৷ মৃত্যুর 48 ঘণ্টা কেটে গেলেও দেখা মেলেনি মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের ৷

খবর পেয়েই পালাল পরিবারের লোকজন, সেফ হোমেই পড়ে রইল করোনা রোগীর দেহ
খবর পেয়েই পালাল পরিবারের লোকজন, সেফ হোমেই পড়ে রইল করোনা রোগীর দেহ
author img

By

Published : May 12, 2021, 9:50 AM IST

বজবজ, 12মে : সাতগাছিয়া বিধানসভা অমানবিকতার নজির গড়ল করোনায় মৃত্যু হওয়া এক ব্যক্তির পরিবারের লোকজন । সাতগাছিয়া বিধানসভা বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত চড়ারায়পুরের বাসিন্দার সঞ্জয় ভক্তর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমতলার সেফ হোমে ৷ খবর পেয়েই পালিয়ে যায় পরিবাবের সদস্যরা ৷ সেফ হোমেই দেহ পড়ে থাকে 48 ঘণ্টা ৷

করোনা আক্রান্ত হয়ে আমতলার সেফ হোমে ছিলেন সঞ্জয় ভক্ত ৷ সেখানেই সোমবার মৃত্যু হয়ে তার ৷ মৃত্যুর 48 ঘণ্টা কেটে গেলেও দেখা মেলেনি মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের ৷ অবশেষে বজবজ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বজবজ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বজবজ কালীবাড়ি চিত্র গঞ্জ শ্মশানে তার দেহ সতকার করা হয় রাত 2টো নাগাদ ।

পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাত আড়াইটে নাগাদ আমতলার সেফহোমে মৃত্যু হয় সঞ্জয় ভক্তের ৷ পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর দিলে সেখান থেকে পালিয়ে যান তারা ৷ এই ঘটনার খবর বুচান বন্দ্যোপাধ্যায় ও বজবজ সমষ্টি উন্নয়ন আধিকারিক জানতে পেরে মৃত সঞ্জয়বাবুর পরিবাবের খোঁজ শুরু করেন ৷ এরপর পরিবারের সদস্যদের নিয়ে এসে সঞ্জয় ভক্তের দেহ বজবজ কালীবাড়ি চিত্র গঞ্জ শ্মশানে বুধবার গভীর রাতে সৎকার করা হয় ৷

সেফ হোমেই পড়ে রইল করোনা রোগীর দেহ

আরও পড়ুন : মথুরাপুর গ্রামীণ হাসপাতালে খোলা হল ১৫টি শয্যা

বজবজ, 12মে : সাতগাছিয়া বিধানসভা অমানবিকতার নজির গড়ল করোনায় মৃত্যু হওয়া এক ব্যক্তির পরিবারের লোকজন । সাতগাছিয়া বিধানসভা বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত চড়ারায়পুরের বাসিন্দার সঞ্জয় ভক্তর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমতলার সেফ হোমে ৷ খবর পেয়েই পালিয়ে যায় পরিবাবের সদস্যরা ৷ সেফ হোমেই দেহ পড়ে থাকে 48 ঘণ্টা ৷

করোনা আক্রান্ত হয়ে আমতলার সেফ হোমে ছিলেন সঞ্জয় ভক্ত ৷ সেখানেই সোমবার মৃত্যু হয়ে তার ৷ মৃত্যুর 48 ঘণ্টা কেটে গেলেও দেখা মেলেনি মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের ৷ অবশেষে বজবজ 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বজবজ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বজবজ কালীবাড়ি চিত্র গঞ্জ শ্মশানে তার দেহ সতকার করা হয় রাত 2টো নাগাদ ।

পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রাত আড়াইটে নাগাদ আমতলার সেফহোমে মৃত্যু হয় সঞ্জয় ভক্তের ৷ পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর দিলে সেখান থেকে পালিয়ে যান তারা ৷ এই ঘটনার খবর বুচান বন্দ্যোপাধ্যায় ও বজবজ সমষ্টি উন্নয়ন আধিকারিক জানতে পেরে মৃত সঞ্জয়বাবুর পরিবাবের খোঁজ শুরু করেন ৷ এরপর পরিবারের সদস্যদের নিয়ে এসে সঞ্জয় ভক্তের দেহ বজবজ কালীবাড়ি চিত্র গঞ্জ শ্মশানে বুধবার গভীর রাতে সৎকার করা হয় ৷

সেফ হোমেই পড়ে রইল করোনা রোগীর দেহ

আরও পড়ুন : মথুরাপুর গ্রামীণ হাসপাতালে খোলা হল ১৫টি শয্যা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.