নরেন্দ্রপুর, 21 জুন : সাতসকালেই নেশাগ্রস্ত অবস্থায় রোগী দেখছিল ডাক্তারবাবু (Fake Doctor) । সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন রোগী ও তাঁর আত্মীয়দের । এই ঘটনায় ডেকে আনল বিপদ । নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক ৷ নাম অশোক মণ্ডল । বাড়ি লস্করপুরেই ৷ তার বিরুদ্ধে অভিযোগ, আলিপুরদুয়ারের এক চিকিৎসক মোহিত কুমার সাঁতরার রেজিস্ট্রেশন জাল করে চিকিৎসা করছিল সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর ধরে এখানে বসবাস করছে অশোক মণ্ডল ৷ অতিমারির সময়ও এলাকার বাসিন্দাদেরও চিকিৎসা করেছিল ৷ এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে লাইফ ক্লিনিক নামে একটি সেন্টারও খুলেছিল । সেখানেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ । চিকিৎসা করার পাশাপাশি ডেথ সার্টিফিকেটও দিত অভিযুক্ত । ভুয়ো চিকিৎসককে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে নরেন্দ্রপুর থানার পুলিশ ।
আরও পড়ুন : হাওড়ায় পুলিশের জালে ফের ভুয়ো চিকিৎসক
রাজপুর সোনারপুর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত দাস বলেন, "ভুয়ো লাইসেন্স দিয়ে এখানে ডাক্তারি করছে এবং সকাল থেকে নেশাগ্রস্ত হয়ে রোগী দেখছে ৷ বিকেল হলে গালিগালাজ করছে ৷ আমরা পুলিশকে খবর দিয়েছি ৷ পুলিশ ভুয়ো চিকিৎসকরকে নিয়ে গিয়েছে ৷"