জয়নগর, 29 জুলাই : ফেসবুক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়ে দামি স্মার্টফোন খোয়ালেন গৃহবধূ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খোঁজ চালানো হচ্ছে অভিযুক্ত যুবকের ৷ খতিয়ে দেখা হচ্ছে তাঁর ফেসবুক প্রোফাইল ৷
আরও পড়ুন : পুলিশ আধিকারিকের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা হাতানোর ছক
ভার্চুয়াল জগতের দাপাদাপিতে আশপাশের মানুষের সঙ্গে দূরত্ব বাড়ছে ৷ বদলে সোশ্য়াল মিডিয়ার অসংখ্য অচেনা মুখে ভরসা খুঁজছেন কিছু মানুষ ৷ আর তা করতে গিয়েই পড়তে হচ্ছে প্রতারকদের ফাঁদে ৷ বুধবার এমনই এক ঘটনার শিকার হলেন জয়নগরের এক তরুণী ৷ কথা ছিল, রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করে ফেসবুক বন্ধুকে বাড়িতে নিয়ে আসবেন তিনি ৷ বদলে সেই ‘বন্ধু’র বিরুদ্ধেই জয়নগর থানায় করতে হল অভিযোগ দায়ের ! বন্ধুত্ব পাওয়ার আশা বদলে গেল আশঙ্কা আর উৎকণ্ঠায় !
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী জয়নগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ বাড়ি কাজিপাড়া এলাকায় ৷ তিনি বিবাহিতা ৷ সম্প্রতি ফেসবুকে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর ৷ ওই যুবক তাঁকে জানান, তিনি রায়দিঘির বাসিন্দা ৷ পুলিশকে তরুণী জানিয়েছেন, আলাপ হওয়ার কিছুদিনের মধ্যেই তাঁদের দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ৷ দীর্ঘক্ষণ মেসেঞ্জারে চ্যাট করার পাশাপাশি ভিডিয়ো কলেও চলে কথাবার্তা ৷
এরপর তরুণীই ওই যুবককে তাঁর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেন ৷ স্থির হয়, বুধবার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসবেন ওই যুবক ৷ তারপর তাঁরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাইরেই কোথাও খাওয়া-দাওয়া সারবেন ৷ তারপর ওই যুবককে নিজের বাড়িতে নিয়ে যাবেন তরুণী ৷ তাঁর দাবি, পরিকল্পনা মাফিক, নির্দিষ্ট সময়েই নির্দিষ্ট জায়গায় মোটরবাইক নিয়ে পৌঁছে যান ওই যুবক ৷ তাঁর সঙ্গে বাইকে বেশ কিছুক্ষণ ঘুরেও বেড়ান তরুণী ৷ তারপর একটি রেস্তোরাঁয় ঢোকেন তাঁরা ৷
আরও পড়ুন : আইসি-র নামে ভুয়ো অ্যাকাউন্ট করে টাকা তছরূপের ফাঁদ
গোল বাধে এরপরই ৷ ওই যুবক জানান, তাঁর মোবাইলে চার্জ নেই ৷ তাই তরুণীর স্মার্টফোন চেয়ে নেন তিনি ৷ এরপর তরুণীকে পাশের দোকান থেকে সিগারেট কিনে আনতে বলেন ওই যুবক ৷ এতে তরুণী কিছুটা ইতস্তত করলেও শেষমেশ রাজি হয়ে যান ৷ তরুণী সিগারেটের দোকানে যেতেই তাঁর ফোন নিয়ে চম্পট দেন যুবক ৷ বাইকে থাকায় তাঁকে তাড়া করেও ধরা যায়নি ৷ তরুণী বুঝে যান, কোনও বন্ধু নন, এতদিন এক প্রতারকের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিলেন তিনি ৷ এরপরই জয়নগর থানার দ্বারস্থ হন তরুণী ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷