ETV Bharat / state

ক্যানিং মহকুমায় চাষের জমিতে নোনা জল ঢুকে নষ্ট ফসল, পুকুরে মরছে মাছ - ক্যানিং

চাষের জমি এবং পুকুর ও ভেড়িতে নোনা জল ঢুকে ব্যাপক ক্ষতি ক্যানিং মহকুমার ইটখোলা পঞ্চায়েতের একাধিক গ্রামের কৃষক এবং মৎস্যজীবীদের ৷ চাষের জমি ও পুকুর থেকে নোনা জল বের করতে পঞ্চায়েত থেকে 400টি পাম্প বসানো হয়েছে ৷

extensive-damage-due-to-infiltration-of-salt-water-in-farm-lands-and-ponds-in-itkhola-panchayat-of-canning-subdivision
ক্যানিং মহকুমায় চাষের জমি ও পুকুরে নোনা জল ঢুকে নষ্ট ফসল, মরছে মাছ
author img

By

Published : May 30, 2021, 5:12 PM IST

ক্যানিং, 30 মে : দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় জলচ্ছ্বাসের জেরে সমুদ্রের নোনা জল ঢুকেছে লোকালয়ে ৷ আর সেই নোনা জল গিয়ে মিশেছে চাষের জমি ও পুকুরের জলে ৷ আর যার জেরে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে ফসল ৷ মরে গিয়েছে পুকুরে চাষের মাছ ৷ ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে ক্যানিং মহকুমার কৃষক ও মৎস্যজীবীরা ৷

শুধুই চাষের জমি বা পুকুরে নয়, বাড়িতেও ঢুকেছে নোনা জল ৷ ফলে অসহায় ভাবে দিনযাপন করছেন ক্যানিং মহকুমার ইটখোলা অঞ্চলের মধুখালি, বুদোখালি, কৃপাখালি সহ একাধিক গ্রামের বাসিন্দারা ৷ নোনা জল ঢুকে পড়ায় মাছ চাষ, কৃষি জমির পাশাপাশি বেশ কয়েকটি নার্সারি নষ্ট হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে চাষের জমি ও পুকুর থেকে নোনা জল বের করতে পঞ্চায়েতের তরফে 400টি পাম্প বসানো হয়েছে ৷ দ্রুত নোনা জল বের করে চাষের জমিগুলিকে আগের অবস্থায় ফেরানো ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ইটখোলা পঞ্চায়েতের উপপ্রধান ৷

ক্যানিং মহকুমায় চাষের জমি ও পুকুরে নোনা জল ঢুকে নষ্ট ফসল, মরছে মাছ

আরও পড়ুন :ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের

পুকুরে এবং ভেড়িতে নোনা জল ঢুকে মাছ মরতে শুরু করেছে ৷ মরা মাছে পচন ধরে দূষণ ছড়াচ্ছে এলাকায় ৷ পুকুরেও দূষণ ছড়াচ্ছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন কৃষক ও মৎস্যজীবীরা ৷

ক্যানিং, 30 মে : দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় জলচ্ছ্বাসের জেরে সমুদ্রের নোনা জল ঢুকেছে লোকালয়ে ৷ আর সেই নোনা জল গিয়ে মিশেছে চাষের জমি ও পুকুরের জলে ৷ আর যার জেরে নষ্ট হয়েছে বিঘের পর বিঘে ফসল ৷ মরে গিয়েছে পুকুরে চাষের মাছ ৷ ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে ক্যানিং মহকুমার কৃষক ও মৎস্যজীবীরা ৷

শুধুই চাষের জমি বা পুকুরে নয়, বাড়িতেও ঢুকেছে নোনা জল ৷ ফলে অসহায় ভাবে দিনযাপন করছেন ক্যানিং মহকুমার ইটখোলা অঞ্চলের মধুখালি, বুদোখালি, কৃপাখালি সহ একাধিক গ্রামের বাসিন্দারা ৷ নোনা জল ঢুকে পড়ায় মাছ চাষ, কৃষি জমির পাশাপাশি বেশ কয়েকটি নার্সারি নষ্ট হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে চাষের জমি ও পুকুর থেকে নোনা জল বের করতে পঞ্চায়েতের তরফে 400টি পাম্প বসানো হয়েছে ৷ দ্রুত নোনা জল বের করে চাষের জমিগুলিকে আগের অবস্থায় ফেরানো ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ইটখোলা পঞ্চায়েতের উপপ্রধান ৷

ক্যানিং মহকুমায় চাষের জমি ও পুকুরে নোনা জল ঢুকে নষ্ট ফসল, মরছে মাছ

আরও পড়ুন :ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের

পুকুরে এবং ভেড়িতে নোনা জল ঢুকে মাছ মরতে শুরু করেছে ৷ মরা মাছে পচন ধরে দূষণ ছড়াচ্ছে এলাকায় ৷ পুকুরেও দূষণ ছড়াচ্ছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন কৃষক ও মৎস্যজীবীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.