ETV Bharat / state

বৃষ্টি কমলেও নামেনি জল, বাসন্তীর বিস্তীর্ণ এলাকায় হাঁটু জল - শ্যামল মণ্ডল

বৃষ্টি কমেছে ৷ কিন্তু এখনও ঘরে-দুয়ারে জমে রয়েছে জল ৷ বাচ্চাদের নিয়ে এভাবে জমা জলে দিন কাটাচ্ছেন বাসন্তীর হালদারপাড়ার মানুষরা ৷

বাসন্তী
বাসন্তী
author img

By

Published : Aug 8, 2021, 1:04 PM IST

বাসন্তী, 8 অগস্ট : কয়েকদিন আগে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভার বিস্তীর্ণ এলাকা । কিন্তু বৃষ্টি কমে গেলেও এখনও এলাকায় জমে রয়েছে বৃষ্টির জল । জল যন্ত্রণায় ভুগছে বাসন্তীর মানুষ । বাড়ির সামনে এখনও হাঁটু জল ।

জমা জল ঢুকেছে ঘরেও । বাচ্চাদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বেশ কিছু পরিবার । এমনই ঘটনা বাসন্তীর হালদারপাড়ায় । এই অবস্থায় এখনও সরকারি তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । এলাকার বিধায়ক একবারও পরিস্থিতি পর্যবেক্ষণে আসেননি ৷ কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তাঁরা, সেই আশায় বসে হালদারপাড়ার মানুষ ।

বৃষ্টি কমে গেলেও বাসন্তীর বিস্তীর্ণ এলাকায় নামেনি জল নামেনি জল, বাসন্তীতে

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, টানা বৃষ্টির জেরে বাসন্তীর একাধিক এলাকায় জলমগ্ন মানুষ বড় কষ্ট রয়েছেন । ওই এলাকায় কোনও পঞ্চায়েত প্রধান ছিল না এতদিন ৷ তাই ত্রাণ পাঠানো সম্ভব হয়নি ৷ নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন ৷ খুব শীঘ্রই স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে ত্রাণ পাঠানো হবে ।

আরও পড়ুন : Atma Project : 'আত্মা' প্রকল্পের মাধ্যমে চাষবাসে কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে রাজ্য

বাসন্তী, 8 অগস্ট : কয়েকদিন আগে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার বাসন্তী বিধানসভার বিস্তীর্ণ এলাকা । কিন্তু বৃষ্টি কমে গেলেও এখনও এলাকায় জমে রয়েছে বৃষ্টির জল । জল যন্ত্রণায় ভুগছে বাসন্তীর মানুষ । বাড়ির সামনে এখনও হাঁটু জল ।

জমা জল ঢুকেছে ঘরেও । বাচ্চাদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বেশ কিছু পরিবার । এমনই ঘটনা বাসন্তীর হালদারপাড়ায় । এই অবস্থায় এখনও সরকারি তরফে কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । এলাকার বিধায়ক একবারও পরিস্থিতি পর্যবেক্ষণে আসেননি ৷ কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তাঁরা, সেই আশায় বসে হালদারপাড়ার মানুষ ।

বৃষ্টি কমে গেলেও বাসন্তীর বিস্তীর্ণ এলাকায় নামেনি জল নামেনি জল, বাসন্তীতে

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, টানা বৃষ্টির জেরে বাসন্তীর একাধিক এলাকায় জলমগ্ন মানুষ বড় কষ্ট রয়েছেন । ওই এলাকায় কোনও পঞ্চায়েত প্রধান ছিল না এতদিন ৷ তাই ত্রাণ পাঠানো সম্ভব হয়নি ৷ নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন ৷ খুব শীঘ্রই স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে ত্রাণ পাঠানো হবে ।

আরও পড়ুন : Atma Project : 'আত্মা' প্রকল্পের মাধ্যমে চাষবাসে কৃষকদের নতুন দিশা দেখাচ্ছে রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.