ক্যানিং , 3 মে : ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই হিংসার ঘটনা ঘটল ক্যানিংয়ে ৷ রবিবার সন্ধ্যায় ক্যানিংয়ে দুটি বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । লাঠি ও রড দিয়ে ভাঙচুর করা হয় টিভি,পার্টি অফিসের চেয়ার, এসি মেশিন সহ অন্যান্য আসবাবপত্র । এই ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি ৷
ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ । স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানা গেছে , ক্যানিংয়ে বিজেপির দুটি কার্যালয় রয়েছে । একটি ক্যানিং স্টেশনের পাশে এবং অন্যটি ক্যানিং মহকুমা হাসপাতালের সামনে । রবিবার সন্ধ্যায় তৃণমূলের কর্মী-সমর্থকরা ট্যাংরাখালি কলেজ থেকে ফেরার পথে দুটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বলে বিজেপির তরফে অভিযোগ ।
এই ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । আতঙ্কিত হয়ে বিজেপি কর্মীরা পার্টি অফিস থেকে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ আসার পর পালিয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকরা ।
যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
আরও পড়ুন : দিল্লি-ভোটের কপি-পেস্ট করেই বাংলায় ডুবেছে বিজেপি