বারুইপুর, 16 মে : রাজ্যে কড়া করোনা বিধিনিষেধের প্রথম দিনই বাজারে ডিমের আকাল ৷ ক্রেতারা দোকানে এসেও ফিরে যাচ্ছেন ৷ ভাগ্যবান কেউ ডিম পেলেও কিনতে হচ্ছে চড়া দামে ৷ 165 টাকার ডিমের ট্রে-র দু‘শো বা তার কাছাকাছি দর হাঁকাচ্ছেন বিক্রেতারা ৷ এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ 24 পরগনার বারুইপুর বাজারে ৷
বারুইপুর বাজার থেকে উধাও ডিম । ডিমের খালি পেটি নিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীরা ৷ পাওয়া গেলেও অতিরিক্ত দাম দিয়ে ডিম কিনতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা । পিস প্রতি 6 টাকা ৷ 1 ট্রে ডিমের দাম আগে যেখানে 165 টাকা ছিল এখন সেখানে 185 বা 190 টাকায় বিক্রি হচ্ছে । কোনও দোকানে দু‘শোর গণ্ডি পার হয়ে গিয়েছে ৷ বিক্রেতাদের বক্তব্য, ডিমের চাহিদা থাকলেও যোগান নেই । প্রতিদিন যে পরিমাণ ডিম বারুইপুর বাজারে আসত তা আজ আসেনি ৷ পাইকারি বাজারে ডিম না আসাতেই এই অবস্থা বলে জানিয়েছেন তাঁরা ।
আরও পড়ুন : শ্রাদ্ধে রক্তদান শিবির, নজির মিঠানির চট্টোপাধ্যায় পরিবারের
হঠাৎ করে এই ডিমের আকাল অনেকেই সন্দেহের চোখে দেখছেন ৷ ডিমের আকাল তৈরি করে ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ ৷ তবে ব্যবসায়ীরা তা মানতে রাজি নয় ৷