দক্ষিণ 24 পরগনা, 1 সেপ্টেম্বর: অপেক্ষা আর একমাসের ৷ তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । তাই এখন নাওয়া-খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা । এদিকে মূর্তি তৈরির প্রয়োজনীয় জিনিসপত্র যেমন, মাটি-খড়-সুতলি সবকিছুরই দাম বেড়েছে ৷ তাই মূল্যবৃদ্ধির কোপে দাম বেড়েছে প্রতিমার(Due to hike in raw material costs idol price is increasing)৷ যার জেরে কমেছে অর্ডারও ৷ ফলে চিন্তার ভাঁজ প্রতিমা শিল্পীদের কপালে । কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই তাঁরা মূর্তির দাম বাড়িয়েছেন ৷ কারণ এছাড়া আর উপায় নেই ৷
দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরের রায়নগর গ্রামে বাস করেন 25টি মৃৎশিল্পী পরিবার(south 24 pargana durga puja)। বংশানুক্রমে প্রতিমা গড়ে আসছেন তাঁরা । প্রতিমা তৈরির কাজে যুক্ত থাকার কারণে এই গ্রামকে এখন সবাই পটুয়াপাড়া নামেই চেনে ৷ বিগত দু'বছর করোনার জেরে সেভাবে রোজগার হয়নি ৷ তবে এ বছরও দ্রব্য মূল্যবৃদ্ধিতে নাজেহাল সকলে ৷ তাই পুজোর আগে অর্ডার এলেও জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মুখে হাসি নেই মৃৎশিল্পীদের । আসলে প্রতিমার বাজেট বাড়াতে চাইছেন না পুজো উদ্যোক্তারা । প্রতিমা কিনতে এসে অল্প দামের প্রতিমা খুঁজছেন তাঁরা ৷ কিন্তু কাঁচামালের যা দাম বেড়েছে তাতে মন না চাইলেও প্রতিমার দাম বাড়াতে বাধ্য হচ্ছেন মৃৎশিল্পীরা ।
আরও পড়ুন : হাতে আর মাত্র মাস খানেক, রাতের ঘুম উড়েছে ডাকের সাজের শিল্পীদের
50 টাকার খড়ের আঁটির দাম এবার 90 টাকা । একটা বাঁশের দাম 150 টাকা । যা গতবার ছিল 80-90 টাকা । 120 টাকার সুতলির দাম বেড়ে হয়েছে 170 টাকা । এক বস্তা মাটির দাম 90-110 টাকা । যা গতবার ছিল 70 টাকা । শুধু তাই নয় । প্রতিমাকে সাজানোর নানা উপকরণের দামও বেড়েছে । যা কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা । পাশাপাশি জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া । তাই পরিবহণ খরচও বেড়েছে । বেড়েছে মূর্তি তৈরির পারিশ্রমিকও ৷ দু’বছর আগে দৈনিক পারিশ্রমিক ছিল 300-350 টাকা, এখন সেই চার্জ বেড়ে দাঁড়িয়েছে 700-750 টাকা।
তবে পরিস্থিতি যাই হোক, পুজো তো করতেই হবে ৷ তাই অর্ডার সাপ্লাই দিতে প্রতিমা তৈরিতে স্বামীর সঙ্গে হাত লাগাচ্ছেন বাড়ির কর্ত্রীরাও । পুজো উদ্যোক্তাদের প্রতিমার বাজেটের দাম না বাড়ানো, প্রতিমা তৈরির খরচ বৃদ্ধির এই জোড়া ফলায় বিদ্ধ দক্ষিণ 24 পরগনার জয়নগরের রায়নগরের মৃৎশিল্পীরা ৷
আরও পড়ুন : পুজোর আগে প্রতিমা তৈরির মাটি না-পেয়ে সমস্যায় মৃৎশিল্পীরা