ETV Bharat / state

ব্যবসায় বিবাদের জেরে খুড়তুতো ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ - খুন

যখন মোহন কাড়ার দোকান খুলছিলেন সেই সময়ে পিছন থেকে মনোরঞ্জন কাড়ার কাটারি দিয়ে খুড়তুতো ভাইয়ের ঘাড়ে কোপ মারে ৷

Due to business disputes man is accused of hacking his cousin to death
Due to business disputes man is accused of hacking his cousin to death
author img

By

Published : Mar 12, 2021, 6:47 PM IST

বিষ্ণুপর, 12 মার্চ : ব্যবসা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুড়তুতো ভাইকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ আটক করা হয়েছে অভিযুক্ত । শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার পাথরবেড়িয়া বোসপাড়া মোড়ে । ঘটনাস্থানে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

মৃ্তের আত্মীয়রা অভিযুক্তের ফাঁসির দাবি করলেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোহন কাড়ার (45) ৷ অভিযুক্তের নাম মনোরঞ্জন কাড়ার (47) ৷ সম্পর্কে তারা খুড়তুতো-জেঠতুতো ভাই । ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ । যখন মোহন কাড়ার দোকান খুলছিলেন সেই সময়ে পিছন থেকে মনোরঞ্জন কাড়ার কাটারি নিয়ে মোহনের ঘাড়ে কোপ মারে ৷ এরপর মোহনকে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মনোরঞ্জন ৷ এমনকি মনোরঞ্জন কাটারি দিয়ে মোহনের পুরুষাঙ্গ কেটে নেয় বলে অভিযোগ ৷ মোহন কাড়ারের আর্তনাদ শুনে ছুটে আসে স্থানীয় মানুষ ৷ বিষ্ণুপুর থানার খবর দিলে পুলিশ আক্রান্তকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ যদিও চিকিৎসকরা জানান, তিনি মৃত ৷

আরও পড়ুন : বিয়েতে রাজি না হওয়া আগরায় তরুণী ও তাঁর মাকে খুন

মোহন ও মনোরঞ্জন দু-জনেরই হার্ডওয়ারের দোকান রয়েছে ৷ পাশাপশি দোকান ৷ ব্যবসায়িক বিবাদের জেরেই মনোরঞ্জন খুড়তুতো ভাইকে খুন করেছে বলে অনুমান পুলিশের ৷ ইতিমধ্যে মনোরঞ্জন কাড়ারকে আটক করেছে পুলিশ ।

বিষ্ণুপর, 12 মার্চ : ব্যবসা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুড়তুতো ভাইকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ আটক করা হয়েছে অভিযুক্ত । শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার পাথরবেড়িয়া বোসপাড়া মোড়ে । ঘটনাস্থানে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷

মৃ্তের আত্মীয়রা অভিযুক্তের ফাঁসির দাবি করলেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোহন কাড়ার (45) ৷ অভিযুক্তের নাম মনোরঞ্জন কাড়ার (47) ৷ সম্পর্কে তারা খুড়তুতো-জেঠতুতো ভাই । ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ । যখন মোহন কাড়ার দোকান খুলছিলেন সেই সময়ে পিছন থেকে মনোরঞ্জন কাড়ার কাটারি নিয়ে মোহনের ঘাড়ে কোপ মারে ৷ এরপর মোহনকে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মনোরঞ্জন ৷ এমনকি মনোরঞ্জন কাটারি দিয়ে মোহনের পুরুষাঙ্গ কেটে নেয় বলে অভিযোগ ৷ মোহন কাড়ারের আর্তনাদ শুনে ছুটে আসে স্থানীয় মানুষ ৷ বিষ্ণুপুর থানার খবর দিলে পুলিশ আক্রান্তকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ যদিও চিকিৎসকরা জানান, তিনি মৃত ৷

আরও পড়ুন : বিয়েতে রাজি না হওয়া আগরায় তরুণী ও তাঁর মাকে খুন

মোহন ও মনোরঞ্জন দু-জনেরই হার্ডওয়ারের দোকান রয়েছে ৷ পাশাপশি দোকান ৷ ব্যবসায়িক বিবাদের জেরেই মনোরঞ্জন খুড়তুতো ভাইকে খুন করেছে বলে অনুমান পুলিশের ৷ ইতিমধ্যে মনোরঞ্জন কাড়ারকে আটক করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.