গঙ্গাসাগর, 30 ডিসেম্বর: আর এক সপ্তাহ পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2024। এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকেরা । মুড়িগঙ্গা নদীতে জেগে ওঠা নতুন চড় সমস্যার সৃষ্টি করেছে । যা মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি করতে পারে ৷ এমনটাই মনে করছে জেলা প্রশাসনের একাংশ । তাই ফারাক্কা থেকে অত্যাধুনিক পদ্ধিতির দু‘টি ড্রেজিং মেশিন এনে ড্রেজিংয়ের কাজ শুরু হল ৷ মেলার সময় কাকদ্বীপ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত ভেসেল পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তাই এই উদ্যোগ ৷
শনিবার দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কাজ খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগরের পৌঁছন । গঙ্গাসাগর মেলার শেষ মেলার প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করেন দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা। বৈঠক শেষেই বলেন, "মুড়িগঙ্গা নদীতে নতুন চড় জেগে ওঠার কারণে সমস্যা দানা বেঁধেছে। মেলার সময় পুণ্যার্থীদের যাতায়াতে কোনও রকম সমস্যা না ঘটে সে কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় ড্রেজিং এর কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই ফারাক্কা থেকে অত্যাধুনিক মানের একটি ড্রেজিং মেশিন আনা হচ্ছে চড় কাটার জন্য ।" উপস্থিত হয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও ৷ তিনি বলেন, "পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যা নয় না হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে এই ড্রেজিং মেশিন ৷"
কয়েকদিন আগেই গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একটি বিদেশি জহাজ ডুবি ঘটনা ঘটে ৷ ডুবে যাওয়া জাহাজটি তোলার জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া যায় কি না, তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন ৷ যদিও পরে নির্দেশ দেন মেলা শেষ হলে জাহাজটি তোলার কাজ হবে। আপাতত যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা দেখার জন্য নির্দেশ দেন তিনি । তারপরই উদ্যোগী হয় প্রশাসন ৷ মুড়িগঙ্গার ড্রেজিং ও নাব্যতা বাড়াতে ড্রেজ়িং কর্পোরেশনকে চিঠি লিখে আবেদন করা যেতে পারে । আপাতত মেলার আগে চরের পলি-বালি সরানোর ব্যবস্থা হবে। ড্রেজিং এর কাজ দ্রুত সুসম্পন্ন করার জন্য ।
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় প্রতিবছর গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন রাজ্যে। পুণ্যার্থীদের যাতায়াতের প্রধান ভরসা কিন্তু কাকদ্বীপের এই মুড়িগঙ্গা নদী। গঙ্গাসাগর মেলার সময় যাতে পুণ্যার্থীদের কোনরকম অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় সেদিকে বিশেষ নজর রাখছে জেলা প্রশাসন ।
আরও পড়ুন: