ETV Bharat / state

Duare Doctor: 'দুয়ারে ডাক্তার' শিবির না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক দেওয়ার দাবি সুন্দরবনের মানুষদের - সুন্দরবনের কুলতলিতে দুয়ারে ডাক্তার শিবির

দীর্ঘদিন ধরেই চিকিৎসা পরিষেবা নিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন সুন্দবনের প্রান্তিক এলাকা কুলতলির বাসিন্দারা ৷ প্রয়োজনীয় চিকিৎসকের অভাববোধ দুয়ার সরকার মেডিক্যাল ক্যাম্প মিটিয়েছে কিছুটা ৷ কুলতলির জামতলায় বিআর অম্বেডকর কলেজে দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা হয়েছিল শুক্রবার।

Etv Bharat
সুন্দরবনে দুয়ারে চিকিৎসক
author img

By

Published : Apr 7, 2023, 10:29 PM IST

সুন্দরবনের কুলতলিতে 'দুয়ারে ডাক্তার' শিবির

সুন্দরবন, 7 এপ্রিল: সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের জন্য কলকাতা থেকে অভিজ্ঞ চিকিৎসক এনে এলাকায় চলেছে দুয়ারে ডাক্তার শিবির।
কুলতলির জামতলায় বিআর আম্বেদকর কলেজে দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা হয়েছিল। কলকাতার এসএসকেএম হাসপাতালের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক শিবিরে আসেন। স্থানীয় ব্লক প্রশাসন সূত্রে খবর, শিবির থেকে প্রায় 1600 মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ভিড় করেন বহু রোগী। কিন্তু রোগীদের অভিযোগ, সপ্তাহে দু’দিন করে একজন চিকিৎসক আসেন। বাকি দিনগুলিতে এক জন ফার্মাসিস্ট থাকেন। তিনিই ওষুধ দেন। কোনও কোনও সপ্তাহে চিকিৎসকদেরও দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। তবে কিছুটা সুরাহা হয়েছে দুয়ারে ডাক্তার পরিষেবা মেলায় ৷

স্থানীয় মানুষের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও ভালো চিকিৎসা পরিষেবা নেই। নেই আধুনিক যন্ত্রপাতি। ফলে গুরুতর কোনও সমস্যা হলে তিরিশ কিলোমিটার দূরে গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় রোগীকে। রোগীর পরিবারকেই গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। হাসপাতালে চিকিৎসকের অভাবে গ্রামীণ চিকিৎসকেরাই ভরসা বলে জানান এলাকার মানুষ। ভুবনেশ্বরী ছাড়াও কুলতলি ব্লকে কৈখালি এবং কাঁটামারিতে আরও দু'টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অভিযোগ, সেখানেও নিয়মিত চিকিৎসক থাকেন না। কুলতলি গ্রামীণ হাসপাতাল সূত্রের খবর, একজন চিকিৎসকই তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দু'দিন করে পরিষেবা দেন। স্থানীয় মানুষের দাবি, দুয়ারে ডাক্তার শিবির না করে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসক দেওয়ার ব্যবস্থা করা হোক।

ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা মনমোহিনী মাল এর পরিবারে লোক বলেন, "সপ্তাহে দু’দিন, মঙ্গল ও বুধবার করে একজন চিকিৎসক আসেন। কিন্তু শুক্রবার এসে দেখা গেল, তিনি আসেননি। অনেক সময়ে খরচ করে হাসপাতালে এসে চিকিৎসক না দেখিয়েই ফিরতে হয়। প্রত্যন্ত এই এলাকায় নিয়মিত একজন চিকিৎসক থাকলে খুব ভালো হয়।" বাসন্তী পাল নামে এক রোগী বলেন, "শুনেছি জামতলায় দুয়ারে ডাক্তার শিবির হচ্ছে। কিন্তু তাতে আমাদের কী লাভ! গাড়ি ভাড়া করে তিরিশ কিলোমিটার গিয়ে ডাক্তার দেখানো সম্ভব নয়। তার থেকে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে এক জন চিকিৎসক থাকলে ভালো হত।"

আরও পড়ুন: সরকারি সুবিধা নিতে ষষ্ঠ দুয়ারে সরকারের প্রথমদিনই শিবিরে হাজির বাংলার সাড়ে 5 লক্ষ মানুষ

দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "দুয়ারে ডাক্তার পরিষেবার মাধ্যমে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন চিকিৎসা পরিষেবার সুবিধা পাবে। কলকাতার অভিজ্ঞ ডাক্তাররা সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন ৷ সাধারণ মানুষ যাতে চিকিৎসা পরিষেবা দ্রুততার সঙ্গে পেতে পারে সেদিকেই জেলা প্রশাসনের কড়া নজর রয়েছে। যে সকল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে সে সকল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অবিলম্বে চিকিৎসক নিয়োগ করা হবে।"

উল্লেখ্য, দুয়ারে সরকার শিবিরে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সাধারণ মানুষ নিজেদের সরকারি পরিষেবা ও নিজেদের অভাব অভিযোগ নিয়ে দুয়ারের সরকার শিবিরে এসে জানাতে পারবে। এবছর দুয়ারে সরকার শিবিরের নতুন সংযোজন দুয়ারে ডাক্তার। প্রতিদিন এই দুয়ারের ডাক্তার পরিষেবা লাভ পেয়েছেন সাধারণ মানুষ। দুয়ারে সরকার ও দুয়ারে ডাক্তার পরিষেবা চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত।

সুন্দরবনের কুলতলিতে 'দুয়ারে ডাক্তার' শিবির

সুন্দরবন, 7 এপ্রিল: সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের জন্য কলকাতা থেকে অভিজ্ঞ চিকিৎসক এনে এলাকায় চলেছে দুয়ারে ডাক্তার শিবির।
কুলতলির জামতলায় বিআর আম্বেদকর কলেজে দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা হয়েছিল। কলকাতার এসএসকেএম হাসপাতালের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক শিবিরে আসেন। স্থানীয় ব্লক প্রশাসন সূত্রে খবর, শিবির থেকে প্রায় 1600 মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ভিড় করেন বহু রোগী। কিন্তু রোগীদের অভিযোগ, সপ্তাহে দু’দিন করে একজন চিকিৎসক আসেন। বাকি দিনগুলিতে এক জন ফার্মাসিস্ট থাকেন। তিনিই ওষুধ দেন। কোনও কোনও সপ্তাহে চিকিৎসকদেরও দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। তবে কিছুটা সুরাহা হয়েছে দুয়ারে ডাক্তার পরিষেবা মেলায় ৷

স্থানীয় মানুষের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলেও ভালো চিকিৎসা পরিষেবা নেই। নেই আধুনিক যন্ত্রপাতি। ফলে গুরুতর কোনও সমস্যা হলে তিরিশ কিলোমিটার দূরে গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় রোগীকে। রোগীর পরিবারকেই গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। হাসপাতালে চিকিৎসকের অভাবে গ্রামীণ চিকিৎসকেরাই ভরসা বলে জানান এলাকার মানুষ। ভুবনেশ্বরী ছাড়াও কুলতলি ব্লকে কৈখালি এবং কাঁটামারিতে আরও দু'টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। অভিযোগ, সেখানেও নিয়মিত চিকিৎসক থাকেন না। কুলতলি গ্রামীণ হাসপাতাল সূত্রের খবর, একজন চিকিৎসকই তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দু'দিন করে পরিষেবা দেন। স্থানীয় মানুষের দাবি, দুয়ারে ডাক্তার শিবির না করে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসক দেওয়ার ব্যবস্থা করা হোক।

ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা মনমোহিনী মাল এর পরিবারে লোক বলেন, "সপ্তাহে দু’দিন, মঙ্গল ও বুধবার করে একজন চিকিৎসক আসেন। কিন্তু শুক্রবার এসে দেখা গেল, তিনি আসেননি। অনেক সময়ে খরচ করে হাসপাতালে এসে চিকিৎসক না দেখিয়েই ফিরতে হয়। প্রত্যন্ত এই এলাকায় নিয়মিত একজন চিকিৎসক থাকলে খুব ভালো হয়।" বাসন্তী পাল নামে এক রোগী বলেন, "শুনেছি জামতলায় দুয়ারে ডাক্তার শিবির হচ্ছে। কিন্তু তাতে আমাদের কী লাভ! গাড়ি ভাড়া করে তিরিশ কিলোমিটার গিয়ে ডাক্তার দেখানো সম্ভব নয়। তার থেকে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে এক জন চিকিৎসক থাকলে ভালো হত।"

আরও পড়ুন: সরকারি সুবিধা নিতে ষষ্ঠ দুয়ারে সরকারের প্রথমদিনই শিবিরে হাজির বাংলার সাড়ে 5 লক্ষ মানুষ

দক্ষিণ 24 পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, "দুয়ারে ডাক্তার পরিষেবার মাধ্যমে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন চিকিৎসা পরিষেবার সুবিধা পাবে। কলকাতার অভিজ্ঞ ডাক্তাররা সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন ৷ সাধারণ মানুষ যাতে চিকিৎসা পরিষেবা দ্রুততার সঙ্গে পেতে পারে সেদিকেই জেলা প্রশাসনের কড়া নজর রয়েছে। যে সকল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকের অভাব রয়েছে সে সকল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে অবিলম্বে চিকিৎসক নিয়োগ করা হবে।"

উল্লেখ্য, দুয়ারে সরকার শিবিরে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সাধারণ মানুষ নিজেদের সরকারি পরিষেবা ও নিজেদের অভাব অভিযোগ নিয়ে দুয়ারের সরকার শিবিরে এসে জানাতে পারবে। এবছর দুয়ারে সরকার শিবিরের নতুন সংযোজন দুয়ারে ডাক্তার। প্রতিদিন এই দুয়ারের ডাক্তার পরিষেবা লাভ পেয়েছেন সাধারণ মানুষ। দুয়ারে সরকার ও দুয়ারে ডাক্তার পরিষেবা চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.