গঙ্গাসাগর, 30 ডিসেম্বর: 8 জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা 2024 ৷ তার আগে সরজমিনে প্রস্তুতি খতিয়ে দেখতে 3 জানুয়ারি গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর আসার আগে শনিবার মেলার প্রস্তুতি পরিদর্শনে এলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। এ দিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা । গঙ্গাসাগর মেলার সময় তীর্থযাত্রীদের কোনওরকম যাতে অসুবিধা না হয় সে সকল বিষয় এ দিন খতিয়ে দেখেন জেলাশাসক ।
রাজ্যের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসার আগে সেজে উঠছে মেলা প্রাঙ্গণ । চলছে যুদ্ধকালীন তৎপরতায় মেলার প্রস্তুতি কাজ । এ দিন জেলা প্রশাসনের আধিকারিকেরা গঙ্গাসাগরে হেলিপ্যাড ময়দান থেকে শুরু করে গঙ্গাসাগর বাসস্ট্যান্ড-সহ সমস্ত সৈকতের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন । এ বছর গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের সুবিধার্থে করা হয়েছে 6 নম্বর রাস্তা ৷ এই রাস্তায় মাধ্যমে তীর্থযাত্রীরা খুব সহজেই গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারবে । জেলাশাসক সুমিত গুপ্তা জানান, যুদ্ধকালীন তৎপরতাই গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ চলছে ৷ খুব শীঘ্রই গঙ্গাসাগর মেলার কাজ শেষ হয়ে যাবে ।
জানা গিয়েছে, মেলার কথা মাথায় রেখে গঙ্গাসাগরে বিভিন্ন পয়েন্টগুলিতে জোরকদমে কাজ চালছে । গঙ্গাসাগর মেলার সময় থাকছে পর্যাপ্ত পরিমাণে বাস ৷ যাতে পুণ্যার্থীদের যাতায়াতের কোনওরকম অসুবিধা সম্মুখীন হতে না-হয় সেই দিকটা লক্ষ্যা রাখছে প্রশাসন । 24 ঘণ্টা ভেসেল পরিষেবা থাকবে । এই দিন মেলা প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গাসাগরের কপিলমুণি মন্দির চত্বরও ঘুরে দেখেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত-সহ বাকিরা ৷ পাশাপাশি মেলার প্রস্তুতি নিয়ে মন্দিরের পুরোহিতদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক ।
গত বছরের তুলনায় পুণ্যার্থীদের সংখ্যা এ বছর অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা জেলা প্রশাসনের । সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "এ বছর প্রায় 70 লক্ষ্য পুণ্যার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে । সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পরিচালন করার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার । গঙ্গাসাগর মেলায় কোনওরকম খামতি রাখা হবে না । গঙ্গাসাগর মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে । পরিবেশ বান্ধব ও প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা করাই লক্ষ্য ।"
তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে 3 তারিখ সরজমিনে হাজির হচ্ছেন এখানে । তার আগেই মেলা প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে । গঙ্গাসাগর মেলাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে । মেলার দিনগুলিতে কড়া নজরদারি চালানো হবে ৷ এর পাশাপাশি মেলার সময় সমস্ত জিনিসের উপর নজর রাখবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন: