ETV Bharat / state

রামের নামে যে খুশি হয় না, তার ব্যবস্থা নেবে রামই; মমতার 'গিমিক' মন্তব্যে পালটা দিলীপ

Ram Mandir: "রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে ৷ যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে ৷" মমতার বক্তব্যর জবাব দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷

মমতার 'গিমিক' মন্তব্যে পালটা জবাব দিলীপের
Ram Mandir
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 11:06 PM IST

Updated : Jan 10, 2024, 9:36 AM IST

মমতার 'গিমিক' মন্তব্যে পালটা দিলীপ

গঙ্গাসাগর, 9 জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে সেখানে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে মমতা বন্দ্য়োপাধ্যায়ের রাম মন্দির নিয়ে 'গিমিক' মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। যে রামের নামে খুশি হয় না রাম তাঁর ব্যবস্থা নেবে ৷"

মঙ্গলবার দুপুর সাড়ে 12টায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেন বিজেপির মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুপুর দেড়টা নাগাদ দিলীপ ঘোষ সাগর বেণুবন ফেরিঘাটে পৌঁছন ৷ তারপর বিকেল 4টে নাগাদ গঙ্গাসাগরে 'স্বচ্ছ ভারত সেবাদল' ক্যাম্প উদ্বোধন করেন তিনি। এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শনে যান।

গঙ্গাসাগর মেলা 2024-এ আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনায় একটি যজ্ঞ করেন দিলীপ ঘোষ। এরপর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন তিনি। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জয়নগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "24-এর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি। এটা 'গিমিক'।"

এই 'গিমিক' মন্তব্যের পালটা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, ভগবান শ্রী রামের ইচ্ছায় হচ্ছে। 500 বছরের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতে হচ্ছে মন্দির। গোটা দেশবাসী আনন্দিত। যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বঞ্চনার কথার পালটা দিলীপ ঘোষ বলেন, "গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন।" এদিকে, আগামিকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:

  1. 'সাধুদের রং গেরুয়া, অপব্যবহার যেন না-হয়'; গঙ্গাসাগর মেলার উদ্বোধনে বললেন মমতা
  2. কুম্ভমেলা সবরকম সাহায্য পেলেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার গঙ্গাসাগর, আক্ষেপ মুখ্যমন্ত্রীর
  3. রামমন্দির নিয়ে গেরুয়া-ঢক্কানিনাদ আসলে নির্বাচনী গিমিক, নাম না করে বিজেপিকে তোপ মমতার

মমতার 'গিমিক' মন্তব্যে পালটা দিলীপ

গঙ্গাসাগর, 9 জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে সেখানে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে মমতা বন্দ্য়োপাধ্যায়ের রাম মন্দির নিয়ে 'গিমিক' মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। যে রামের নামে খুশি হয় না রাম তাঁর ব্যবস্থা নেবে ৷"

মঙ্গলবার দুপুর সাড়ে 12টায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করেন বিজেপির মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুপুর দেড়টা নাগাদ দিলীপ ঘোষ সাগর বেণুবন ফেরিঘাটে পৌঁছন ৷ তারপর বিকেল 4টে নাগাদ গঙ্গাসাগরে 'স্বচ্ছ ভারত সেবাদল' ক্যাম্প উদ্বোধন করেন তিনি। এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শনে যান।

গঙ্গাসাগর মেলা 2024-এ আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনায় একটি যজ্ঞ করেন দিলীপ ঘোষ। এরপর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন তিনি। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জয়নগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "24-এর লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি। এটা 'গিমিক'।"

এই 'গিমিক' মন্তব্যের পালটা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, ভগবান শ্রী রামের ইচ্ছায় হচ্ছে। 500 বছরের লড়াইয়ের পর অবশেষে রাম জন্মভূমিতে হচ্ছে মন্দির। গোটা দেশবাসী আনন্দিত। যে রামের নামে খুশি হয় না রাম তার ব্যবস্থা নেবে ৷" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় বঞ্চনার কথার পালটা দিলীপ ঘোষ বলেন, "গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন।" এদিকে, আগামিকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:

  1. 'সাধুদের রং গেরুয়া, অপব্যবহার যেন না-হয়'; গঙ্গাসাগর মেলার উদ্বোধনে বললেন মমতা
  2. কুম্ভমেলা সবরকম সাহায্য পেলেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার গঙ্গাসাগর, আক্ষেপ মুখ্যমন্ত্রীর
  3. রামমন্দির নিয়ে গেরুয়া-ঢক্কানিনাদ আসলে নির্বাচনী গিমিক, নাম না করে বিজেপিকে তোপ মমতার
Last Updated : Jan 10, 2024, 9:36 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.