ETV Bharat / state

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত করোনা টিকা - ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল

দেশের মতো রাজ্যেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ আবারও লাগামছাড়া হয়েছে সংক্রমণ ৷ অনেক জায়গাতেই অভিযোগ আসছে, পর্যাপ্ত ভ্যাকসিন নেই ৷ বিভিন্ন জায়গায় টিকা নিতে গিয়ে ফিরে আসতে হচ্ছে মানুষকে ৷ তবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবিটা কিন্ত সেরকম নয় ৷

Second Wave of COVID 19
ফাইল ছবি
author img

By

Published : Apr 19, 2021, 10:37 PM IST

ডায়মন্ড হারবার, 19 এপ্রিল : রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত বাংলা । জেলাগুলিতে শুরু হয়েছে জোরকদমে ভ্যাকসিন দেওয়ার কাজ । অনেক জায়গাতে পর্যাপ্ত ভ্যাকসিন না মেলার অভিযোগ উঠলেও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিত্যদিন গড়ে 250 থেকে 500 জনকে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । ইতিমধ্যেই প্রায় 10 হাজারের বেশি মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন ।

মেডিকেল কলেজের একাডেমিক ভবনেই চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ । কমিউনিটি মেডিসিন বিভাগের তত্বাবধানেই এই কাজ চলছে বলে হাসপাতাল সূত্রে খবর । প্রসঙ্গত, গত বছরেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ চত্বরেই তৈরি করা হয় পূর্ণমাত্রায় কোভিড হাসপাতাল । 61 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নতুন করে ভর্তি রয়েছেন 53 জন ।

দিনে প্রায় 250 -500 জনকে টিকা দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে

আরও পড়ুন : 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় হাসপাতালের উপর প্রবল চাপ আসতে শুরু করে। সেই চাপ কমাতেই স্বাস্থ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে ডায়মন্ড হারবারে চালু করা হয়েছে 100 শয্যার 'কোভিড সেফ হোম' । ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিত্যদিন র‍্যাপিড এন্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর মিলিয়ে মোট 1500-এর বেশি মানুষের পরীক্ষা করানো হচ্ছে । এই টেস্টের মাত্রাও বাড়ানো হচ্ছে । আপতত প্রতিদিন গড়ে 400 জনকে কোভিড টিকা দেওয়া হলেও ভ্যাকসিনের যোগান বাড়লে সেই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ডায়মন্ড হারবার, 19 এপ্রিল : রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত বাংলা । জেলাগুলিতে শুরু হয়েছে জোরকদমে ভ্যাকসিন দেওয়ার কাজ । অনেক জায়গাতে পর্যাপ্ত ভ্যাকসিন না মেলার অভিযোগ উঠলেও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিত্যদিন গড়ে 250 থেকে 500 জনকে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । ইতিমধ্যেই প্রায় 10 হাজারের বেশি মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন ।

মেডিকেল কলেজের একাডেমিক ভবনেই চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ । কমিউনিটি মেডিসিন বিভাগের তত্বাবধানেই এই কাজ চলছে বলে হাসপাতাল সূত্রে খবর । প্রসঙ্গত, গত বছরেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ চত্বরেই তৈরি করা হয় পূর্ণমাত্রায় কোভিড হাসপাতাল । 61 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নতুন করে ভর্তি রয়েছেন 53 জন ।

দিনে প্রায় 250 -500 জনকে টিকা দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে

আরও পড়ুন : 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় হাসপাতালের উপর প্রবল চাপ আসতে শুরু করে। সেই চাপ কমাতেই স্বাস্থ্য দপ্তর ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে ডায়মন্ড হারবারে চালু করা হয়েছে 100 শয্যার 'কোভিড সেফ হোম' । ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিত্যদিন র‍্যাপিড এন্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর মিলিয়ে মোট 1500-এর বেশি মানুষের পরীক্ষা করানো হচ্ছে । এই টেস্টের মাত্রাও বাড়ানো হচ্ছে । আপতত প্রতিদিন গড়ে 400 জনকে কোভিড টিকা দেওয়া হলেও ভ্যাকসিনের যোগান বাড়লে সেই সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.