ETV Bharat / state

AQIS: মথুরাপুরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধিতেই কাজ করত ধৃত আজিজুল-মনিরুদ্দিন, খবর গোয়েন্দা সূত্রে - সাইবার বিশেষজ্ঞ

দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF) ৷ তারা একিউআইস (AQIS)-এর সঙ্গে যুক্ত ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ৷ তারা ওই এলাকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির কাজ করত বলে তদন্তে উঠে এসেছে ৷

detectives-find-that-al-qaeda-linkmen-azizul-moinuddin-attempt-to-create-terror-module-in-mathurapur
AQIS: মথুরাপুরে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধিতেই কাজ করত ধৃত আজিজুল-মনিরুদ্দিন, খবর গোয়েন্দা সূত্রে
author img

By

Published : Nov 8, 2022, 2:38 PM IST

কলকাতা, 8 নভেম্বর: জঙ্গিরা কি ক্রমশ বাংলায় গোপনে জাল বিস্তার করছে ? এই প্রশ্নই ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে ৷ কারণ, গত চার মাসে জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজ করার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ ৷ যার মধ্যে গত শনিবার থেকে রবিবারের মধ্যে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) গোয়েন্দারা গ্রেফতার করেছেন দু’জনকে ৷ ঘটনাচক্রে ধৃতরা প্রত্য়েকেই আল কায়দা (Al Qaeda) ইন দ্য় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস (AQIS)-এর সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ ৷

গত 5 নভেম্বর দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের একজন আজিজুল হক পেশায় শিক্ষক এবং দ্বিতীয়জন মনিরুদ্দিন খান স্থানীয় বারাসত কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ৷ আজিজুলের কাছেই পড়ত মনিরুদ্দিন ৷ তাদের জেরা করে এসটিএফের গোয়েন্দারা জানতে পেরেছেন যে মথুরাপুর এলাকায় একিউআইএসের নতুন মডিউল তৈরি করতে চাইছিল ৷

কীভাবে কাজ করত তারা ? গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, সাইবার বিশেষজ্ঞরা (Cyber Experts) তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাদের ট্র্য়াক করেন ৷ সোশ্যাল মিডিয়া পোস্টগুলির অধিকাংশই দেশবিরোধী ছিল ৷ তাছাড়া সোশ্যাল মিডিয়া (Social Media) ব্য়বহার করে তরুণদের দলে টানার চেষ্টা করত ৷ এই সংক্রান্ত ভিডিয়ো দেখানো হত ওই তরুণদের ৷ বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল তারা ৷ সেখানে অনেকের মগজধোলাইও করেছে তারা ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, মনিরুদ্দিন খান আবার বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করার কাজ করত ৷ সেই পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড কিনতে, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করত ৷

আরও পড়ুন: হাসি মুখে কথা বলা ছেলেটাই জঙ্গি ! হতবাক মথুরাপুর

কলকাতা, 8 নভেম্বর: জঙ্গিরা কি ক্রমশ বাংলায় গোপনে জাল বিস্তার করছে ? এই প্রশ্নই ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে ৷ কারণ, গত চার মাসে জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজ করার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ ৷ যার মধ্যে গত শনিবার থেকে রবিবারের মধ্যে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) গোয়েন্দারা গ্রেফতার করেছেন দু’জনকে ৷ ঘটনাচক্রে ধৃতরা প্রত্য়েকেই আল কায়দা (Al Qaeda) ইন দ্য় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস (AQIS)-এর সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ ৷

গত 5 নভেম্বর দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের একজন আজিজুল হক পেশায় শিক্ষক এবং দ্বিতীয়জন মনিরুদ্দিন খান স্থানীয় বারাসত কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ৷ আজিজুলের কাছেই পড়ত মনিরুদ্দিন ৷ তাদের জেরা করে এসটিএফের গোয়েন্দারা জানতে পেরেছেন যে মথুরাপুর এলাকায় একিউআইএসের নতুন মডিউল তৈরি করতে চাইছিল ৷

কীভাবে কাজ করত তারা ? গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, সাইবার বিশেষজ্ঞরা (Cyber Experts) তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাদের ট্র্য়াক করেন ৷ সোশ্যাল মিডিয়া পোস্টগুলির অধিকাংশই দেশবিরোধী ছিল ৷ তাছাড়া সোশ্যাল মিডিয়া (Social Media) ব্য়বহার করে তরুণদের দলে টানার চেষ্টা করত ৷ এই সংক্রান্ত ভিডিয়ো দেখানো হত ওই তরুণদের ৷ বিশেষ করে দক্ষিণ 24 পরগনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল তারা ৷ সেখানে অনেকের মগজধোলাইও করেছে তারা ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, মনিরুদ্দিন খান আবার বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করার কাজ করত ৷ সেই পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড কিনতে, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করত ৷

আরও পড়ুন: হাসি মুখে কথা বলা ছেলেটাই জঙ্গি ! হতবাক মথুরাপুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.