কাকদ্বীপ, 23 সেপ্টেম্বর: ছোটবেলা থেকে ছবি আঁকার সখ ছিল কাকদ্বীপের যুবক দেবরাজ বেরার (Debraj Bera of Kakdwip Wins Banga Gaurav Samman) ৷ এ বার সেই ছবি এঁকে বঙ্গ গৌরব সম্মান পেলেন তিনি ৷ তাও আবার পিঁপড়ের ছবি এঁকে ৷ দেবরাজ বেরা মূলত থ্রি ডি পেন্টিং (3D Painting) করেন ৷ এখনও পর্যন্ত দেবরাজ বেরার আঁকা ছবি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রায় 32টি জিতেছে ৷ আর এ বার বঙ্গ গৌরব সম্মান পেলেন তিনি ৷ দেবরাজের এই সাফল্যের খুশি তাঁর পরিবারও ৷
ছোটবেলা থেকেই অভাবকে সঙ্গী করেই বড় হয়েছেন দেবরাজ ৷ তাঁর বাবা পেশায় ছিলেন ভ্যানচালক ৷ অভাবের সংসারে দেবরাজও মাঝে মধ্যেই বাবাকে সাহায্য করতে ভ্যান চালাতেন ৷ সংসারে হাল ধরতে ট্রেনে হকারিও করেছে দেবরাজ। তবে, বহু অভাব অনটনের মধ্যেও ছবি আঁকা ছাড়েননি ৷ ছবি আঁকাকে তিনি জীবনের নেশা করে নিয়েছেন ৷ এর পর কঠোর অধ্যাবসায়ের ফলে একটু একটু করে সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করেন দেবরাজ বেরা ৷ ছবি এঁকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন কাকদ্বীপের যুবক ৷
তবে, সাফল্য এলেও অভাবের সময়ের সঙ্গী প্রিয় ভ্যানটিকে যত্ন করে রেখেছেন দেবরাজ বেরা ৷ তাঁর কাজ মূলত থ্রি ডি পেন্টিংয়ের উপর ৷ ফলে তাঁর আঁকা ছবিগুলো একনজরে মনে হবে যেন জীবন্ত ৷ পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণী নিয়ে তিনি কাজ করেছেন ৷ ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের চলাফেরা ৷ আর তার যার সাফল্য হিসাবে তিনি পেয়েছেন, বঙ্গ গৌরব সম্মান (Banga Gaurav Samman 2022) ৷ এর আগেও একাধিক পুরস্কার জিতেছেন তিনি দেবরাজ ৷ ভবিষ্যতে ছবি আঁকার মাধ্যমে আরও ভালো কাজ করে এগিয়ে যেতে চান তিনি ৷
আরও পড়ুন: রানাঘাটের আতর আলির 'খেল সম্মান'
সুন্দরবন আর্টস অ্যাকাডেমি নামে একটি স্কুল চালান দেবরাজ বেরা ৷ তবে অর্থের অভাবে সেই স্কুলটিকে বড় আকারে গড়ে তুলতে পারছে না ৷ বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের একটি কোণার ঘরে সুন্দরবন আর্টস অ্যাকাডেমি কোনরকমে চালাচ্ছেন ৷ ভবিষ্যতে স্কুলটিকে আরও বড় করে তোলার স্বপ্ন রয়েছে তাঁর ৷
দেবরাজ বেরা জানিয়েছেন, বঙ্গ গৌরব সম্মান পেয়ে তিনি খুব খুশি ৷ সকলের কাছে তাঁর বার্তা, ছবি এঁকেও সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় ৷ দারিদ্রকে খুব কাছ থেকে দেখার স্মৃতি এখনও ভুলতে পারেননি তিনি ৷ সেই জন্য তাঁর স্কুলে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের বিনামূল্যে ছবি আঁকা শেখাতে চান দেবরাজ ৷ ছবি আঁকাকে জীবনের পাথেয় করে ভবিষ্যতে আরও কাজ করতে চান তিনি ৷