ডায়মন্ড হারবার, 18 ডিসেম্বর : গ্রামাঞ্চলের রাস্তা দিয়ে হাঁটলে প্রায়ই চোখে পড়ে ছোট ছোট গুল্মজাতীয় গাছ ৷ অনেকেই এই গুল্মজাতীয় গাছের নাম জানেন না ৷ সেই প্রাণঘাতী গুল্মজাতীয় আগাছা (Deadly Parthenium Weed) এবার গজিয়ে উঠেছে ডায়মন্ডহারবারের বেশ কিছু এলাকায় ৷ আগাছাটির নাম পার্থেনিয়াম ৷ 100 দিনের প্রকল্পের মাধ্যমে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হলেও, তা সফল হয়নি ৷ তাই এ বার চিন্তায় ডায়মন্ডহারবার ব্লক প্রশাসন (Deadly Parthenium Weed is Concern for Diamond Harbour Administration) ৷
সম্প্রতি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ডহারবারে বেশ কিছু এলাকায় ছেয়ে গেছে এই আগাছ ৷ প্রশাসন উদ্যোগ নিয়ে আগাছা পরিষ্কার করার চেষ্টা করলেও, বারবার গজিয়ে যাচ্ছে সেগুলি ৷ এ নিয়ে চিকিৎসক আকবর হোসেন মণ্ডল জানান, ‘‘এই গাছটি ক্ষতিকারক ৷ বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত ‘সেক্সটার্পিন ল্যাকটন’, যার অত্যন্ত ক্ষতিকারক বিষাক্ত পদার্থ ‘পার্থেনিন’ ৷ এ ছাড়াও এর মধ্যে থাকা বিষাক্ত পদার্থগুলি হল ক্যাফেইক অ্যাসিড, পি অ্যানিসিক অ্যাসিড প্রভৃতি ৷ এর ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট ও জ্বর হয় ৷ ক্ষতস্থানে রক্তের সাথে মিশে চর্ম রোগ হতে পারে ৷ চামড়ায় এর রস লাগলে সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে ৷ গরু এই আগাছাগুলি খেলে তার অন্ত্রে ঘা হয় ৷ দুধ উৎপাদন ক্ষমতাও কমে যায় ৷ ফুলের রেণু সবজি উৎপাদন ব্যাহত করে ৷ এমনকি মাটিতে নাইট্রোজেনের পরিমাণও কমিয়ে দেয় ৷’’
আরও পড়ুন : আগাছা লাগিয়ে ফলন বৃদ্ধি সম্ভব, গবেষণায় দিশা কলকাতা বিশ্ববিদ্যালয়ের
এ নিয়ে ডায়মন্ডহারবার 1নং ব্লকের বিডিও মিলন তীর্থ সামন্ত বলেন, ‘‘আমরা 100 দিনের কাজের মাধ্যমে এই আগাছা নির্মূল করার চেষ্টা করেছি ৷ কিন্তু বারং বার পুনরায় গজিয়ে যাচ্ছে ৷ আমরা স্থায়ী এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ৷’’
অত্যন্ত ক্ষতিকারক এই আগাছার পার্থেনিয়াম নামটি গ্রিক শব্দ পার্থেনস (Parthenos) থেকে এসেছে ৷ যার বাংলা অর্থ কুমারী ৷ পার্থেনিয়াম এই গাছটির একটি প্রাচীন নাম ৷ এই গাছটি মূলত ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ এবং উত্তর-পূর্ব মেক্সিকোতে পাওয়া যেত ৷ কিন্তু এখন ভারতবর্ষের গ্রাম ও শহর অঞ্চলের আনাচে-কানাচে দেখা যায় এই গাছকে ৷ বলা হয় মার্কিন কংগ্রেসে একটি গৃহীত আইন হল পিএল 480 ৷ যে আইনে বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে খাদ্যশস্য দিয়ে সাহায্য করা হত ৷ সেই মতো ভারতে গম পাঠানো হত ৷ আর আমদানিকৃত গমের মাধ্য়মে আনুমানিক 1945 সালে প্রথম ভারতে আসে এই পার্থেনিয়াম গাছটি ৷