ETV Bharat / state

30টি জায়গায় বাঁধ ভেঙে বানভাসি কুলতলি, ত্রাণ শিবিরে ঠাঁই নেই - দক্ষিণ 24 পরগনা

ঘূর্ণিঝড় যশের প্রভাবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুলতলি ব্লক ৷ প্লাবিত হয়েছে গোটা ব্লক ৷ বহু মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে সরকারি ত্রাণ শিবিরে ৷ তবে সরকারি এই ত্রাণ শিবিরে যেতে পারেননি অনেকেই ৷ কারণ সেখানে জায়গা কম ৷ লোক বেশি ৷ নিজেদের উদ্যোগে তাই ত্রাণ শিবির খুলেছেন তাঁরা ৷ সরকারিভাবে সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷

বানভাসি কুলতলি
বানভাসি কুলতলি
author img

By

Published : May 27, 2021, 7:30 PM IST

Updated : May 27, 2021, 11:10 PM IST

বারুইপুর, 27 মে : বারুইপুর মহকুমার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলি ব্লক । এখানে প্রায় 30টি জায়গায় বাঁধ ভেঙেছে ৷ আপাতত বানভাসি এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে ৷ তবে ত্রাণ শিবিরে যেতে পারেননি অনেকেই ৷ ত্রাণ শিবিরে ভিড় বেড়ে যাওয়ায় করোনার মধ্যে সেখানে আশ্রয় নিতে ভরসা পাচ্ছেন না অনেকেই ৷ তাই নিজেরাই ব্যবস্থা করেছেন ৷ সেখানেই বন্যার্তদের সরকারের তরফে খাবার-দাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ বারুইপুরের মহকুমাশাসক জানান, যশের প্রভাবে ব্লকে ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

কুলতলির প্লাবিত এলাকায় আটকে রয়েছেন অনেকেই ৷ তাঁরা সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে পারেননি ৷ স্থানীয় বাসিন্দা প্রশান্ত জানা জানিয়েছেন, সরকারি ত্রাণ শিবিরগুলিতে জায়গা অকুলান ৷ করোনার মধ্যে এত লোক একসঙ্গে থাকাটাও বাঞ্ছনীয় নয় ৷ তাই তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে ত্রাণ শিবির খুলেছেন ৷ সেখানে প্রায় 300 জন মানুষ আছেনও ৷ সরকারের তরফে সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷

বানভাসি কুলতলিতে মানুষ জায়গা পাচ্ছেন না সরকারি ত্রাণ শিবিরে ৷

মহকুমাশাসক সুমন পোদ্দার জানান, বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম । কোটালের জল নামার পরই বাঁধ মেরামতির কাজ হবে ৷ মোট 57টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে রাখা হয়েছে তাঁদের । পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি । বানভাসি এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। সরকার যেন তাঁদের উপর নজর দেয়। অনেকেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্র‍য় নেননি।

আরও পড়ুন : যশ বিপর্যস্ত এলাকা পরিদর্শনে কাল রাজ্যে প্রধানমন্ত্রী

বারুইপুর, 27 মে : বারুইপুর মহকুমার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলতলি ব্লক । এখানে প্রায় 30টি জায়গায় বাঁধ ভেঙেছে ৷ আপাতত বানভাসি এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে ৷ তবে ত্রাণ শিবিরে যেতে পারেননি অনেকেই ৷ ত্রাণ শিবিরে ভিড় বেড়ে যাওয়ায় করোনার মধ্যে সেখানে আশ্রয় নিতে ভরসা পাচ্ছেন না অনেকেই ৷ তাই নিজেরাই ব্যবস্থা করেছেন ৷ সেখানেই বন্যার্তদের সরকারের তরফে খাবার-দাবার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷ বারুইপুরের মহকুমাশাসক জানান, যশের প্রভাবে ব্লকে ক্ষতি হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

কুলতলির প্লাবিত এলাকায় আটকে রয়েছেন অনেকেই ৷ তাঁরা সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে পারেননি ৷ স্থানীয় বাসিন্দা প্রশান্ত জানা জানিয়েছেন, সরকারি ত্রাণ শিবিরগুলিতে জায়গা অকুলান ৷ করোনার মধ্যে এত লোক একসঙ্গে থাকাটাও বাঞ্ছনীয় নয় ৷ তাই তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে ত্রাণ শিবির খুলেছেন ৷ সেখানে প্রায় 300 জন মানুষ আছেনও ৷ সরকারের তরফে সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ৷

বানভাসি কুলতলিতে মানুষ জায়গা পাচ্ছেন না সরকারি ত্রাণ শিবিরে ৷

মহকুমাশাসক সুমন পোদ্দার জানান, বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম । কোটালের জল নামার পরই বাঁধ মেরামতির কাজ হবে ৷ মোট 57টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে রাখা হয়েছে তাঁদের । পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে প্রয়োজনীয় সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি । বানভাসি এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। সরকার যেন তাঁদের উপর নজর দেয়। অনেকেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্র‍য় নেননি।

আরও পড়ুন : যশ বিপর্যস্ত এলাকা পরিদর্শনে কাল রাজ্যে প্রধানমন্ত্রী

Last Updated : May 27, 2021, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.