নামাখানা, 9 মে : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি ৷ ঝড়ের প্রভাব রাজ্যে প্রত্যক্ষভাবে পড়বে না ৷ তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার বইবে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ থেকেই বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে ৷ অশনি মোকাবিলায় তৈরি সাগর ও নামখানা ব্লক প্রশাসনও (Cyclone Ashani Alert ) ৷
জেলায় বিভিন্ন প্রান্তে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে সমুদ্র সৈকতে পর্যটকের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে । ইতিমধ্যেই গঙ্গাসাগরের সমুদ্রসৈকতে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে চলছে মাইকিং। গঙ্গাসাগরে উপকূলে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকায় মানুষজনকে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করা হচ্ছে ৷
আরও পড়ুন: Alert for Cyclone Asani : জারি 'অশনি' সতর্কতা, প্রস্তুত কলকাতা রিভার ট্রাফিক পুলিশ
অন্যদিকে, নামখানা ব্লকে বকখালি, মৌসুনি দ্বীপ ও হেনরি আইল্যান্ড এলাকার পর্যটক কেন্দ্রগুলিতে নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে মাইকিং করে ঘূর্ণিঝড় অশনি আগাম সতর্কতা করা হয় । ইতিমধ্যেই নদী ও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে । মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে । দুর্যোগ মোকাবিলায় জেলার ব্লক ও পঞ্চায়েত স্তরের সমস্ত আধিকারিকদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে । দুর্যোগ মোকাবিলায় সবরকম ভাবে প্রস্তুত প্রশাসন ।