দক্ষিণ 24 পরগনা , 4 এপ্রিল: সাইকেল ও বাইকের ধাক্কায় মৃত 2 ও গুরুতর আহত 3 (Cycle And Bike Accident) ৷ ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার জেলার হোটর কাঠালবেড়িয়া স্কুলের কাছে ৷ মৃতদের নাম সুরজ যাদব ও সুরজিৎ বৈদ্য ৷ আহতরা হলেন সুশীল সরদার, দিবাকর মণ্ডল ও রমেশ মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, রবিবার কাঠালবেড়িয়া স্কুল মাঠে যাত্রা হচ্ছিল ৷ সেখানে যাত্রা দেখতে গিয়েছিলেন হোটর নিবাসী রমেশ মণ্ডল, দিবাকর মণ্ডল ও সুশীল সরদার। তাঁরা যাত্রা দেখে দুটি সাইকেলে বাড়ি ফিরছিলেন। স্কুল মাঠ থেকে বেরিয়ে রাস্তার কিছুটা আসার পর উল্টো দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে এসে প্রথমে দিবাকর মণ্ডল ও রমেশ মণ্ডলের সাইকেলে ধাক্কা মারে ও পরে সুশীল সরদারের সাইকেলে ধাক্কা মারে। সাইকেল আরোহীরা পড়ে যান রাস্তায়। বাইক আরোহী দু‘জন সুরজ ও সুরজিৎ বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন।
আরও পড়ুন : মুর্শিদাবাদে বাইক দুর্ঘটনা, মৃত ২
সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। এই পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে সুরজ যাদব এবং সুরজিৎ বৈদ্যের মৃত্যু হয় বলে জানা যায় ৷