বারুইপুর, 14 ডিসেম্বর: ব্যবসায়ীর বাড়িতে আবগারি আধিকারিকদের হানা ৷ উদ্ধার বিপুল পরিমাণে রুপোর বাট ও নগদ 30 লক্ষ টাকা ৷ বৈধ কাগজ দেখাতে না পারার অভিযোগে আটক ব্যবসায়ী ও তাঁর ছেলে ৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদ আফগারি দফতরের আধিকারিকদের ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বারুইপুর পৌরসভার 15 নং ওয়ার্ডের উকিল পাড়াতে ৷ আচমকাই স্বনামধন্য বাড়ির দুই পুরুষকে আটক করায় এলাকায় চাঞ্চল্য ৷
স্থানীয় সূত্রে জানা যায়, বারুইপুর উকিল পাড়ার শৈলেন বৈদ্য নামে এক ব্যবসায়ীর বাড়িতে কয়েক ঘণ্টা ধরে চলে অভিযান। শৈলেন বিশ্বাসের বড়বাজারে একটি রুপোর পাইকারি দোকান রয়েছে। তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে 170 কেজি রুপোর বাট ও 30 লক্ষ টাকা নগদ। অভিযোগ রুপোর বাট ও নগদের বৈধ নথিপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী শৈলেন বৈদ্য। তাই জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী শৈলেন বৈদ্য ও তাঁর ছেলে প্রবীর বৈদ্যকে কাস্টমসের আধিকারিকরা আটক করে বারুইপুর থানায় নিয়ে যায় ৷
এই অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী শৈলেন বৈদ্য বলেন, "আমার বাড়ি থেকে কিছু পায়নি ৷ কাগজপত্র নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ৷ কিছুই পাননি ৷" বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতিশ বিশ্বাস জানান, কাস্টমসের আধিকারিকেরা দু'জনকে নিয়ে থানায় এসেছেন। কী কারণে ওদের আটক করেছে তা এখনও পর্যন্ত বলা সম্ভব নয় ৷ আবগারি আধিকারিকদের সঙ্গে কথা বলার পরেই বিস্তারিত জানানো সম্ভব হবে ৷ তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে এক রুপোর ব্যবসায়ীর কাছে 170 কেজি রুপোর বাট এলো তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের ডানা বেঁধেছে।
আরও পড়ুন
1. কয়লা পাচার চক্রে রাজ্যের এক ডজন জয়গায় তল্লাশি সিবিআইয়ের, আটক লালা ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত কনস্টেবল!
3. 6 বছরের শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা ! অভিযুক্ত বেকসুর খালাস পাওয়ায় কান্নায় ভাসলেন বাবা