ETV Bharat / state

মেলার আগে বিশেষ আকর্ষণ, ডায়মন্ড হারবারবাসীর জন্য গঙ্গাসাগরে চালু ক্রুজ পরিষেবা - Diamond Harbour

Gangasagar Mela: শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ৷ তার আগে পর্যটক টানতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ ৷ ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিলাসবহুল প্রমোদ ব্যবস্থা করল রাজ্য সরকার।

Etv Bharat
গঙ্গাসাগর মেলায় ক্রুজ পরিষেবা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:00 PM IST

গঙ্গাসাগরে ক্রুজ পরিষেবা

ডায়মন্ড হারবার, 4 জানুয়ারি: শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে আকর্ষণীয় করে তুলতে এই বছর ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিলাসবহুল প্রমোদতরীর ব্যবস্থা করল রাজ্য সরকার। স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল প্রমোদতরীতে গঙ্গাসাগর মেলায় যাওয়া-আসার সুযোগ। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে ডায়মন্ড হারবার পৌরসভার এই উদ্যোগে খুশি সকলেই।

পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, "গঙ্গাসাগর মেলার আগে বাড়তি পাওনা ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর বিলাসবহুল ক্রুজ। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার শহরকে বিশ্ব পর্যটনের মানচিত্রে স্থান করানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার থেকে এই ক্রুজের যাত্রা শুরু হল।" ক্রুজের যাত্রী সৌরভ বিশ্বাস বলেন, "গঙ্গাসাগর মেলার আগে পুণ্যার্থীদের জন্য ক্রুজ পরিষেবা বাড়তি পাওনা। খুবই অল্প সময়ের মধ্যে ডায়মন্ড হারবার থেকে হুগলি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গঙ্গাসাগরে পৌঁছে যাবেন যাত্রীরা। ডায়মন্ড হারবার পৌরসভার এটি খুবই ভালো উদ্যোগ।"

পৌরসভা সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলক ভাবে সপ্তাহে তিনদিন বিলাসবহুল প্রমোদতরী চালানোর ব্যবস্থা করা হয়েছে ৷ বিলাসবহুল ক্রুজ পরিষেবার শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস। মেলার সময় আগত পুণ্যার্থী থেকে শুরু করে যাত্রীদের জন্য প্রতিদিনই এই পরিষেবা থাকছে। খুবই অল্প সময়ের মধ্যে ডায়মন্ডহারবার থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে পৌঁছে যাবে এই ক্রুজটি। 1500 আসনের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ক্রুজে ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবা পাবেন যাত্রীরা। ভাড়া পড়বে যথাক্রমে মাথাপিছু 1000 টাকা।

জলখাবার নিতে চাইলে দিতে হবে অতিরিক্ত 99 টাকা ৷ অফলাইনের পাশাপাশি অনলাইনেও মিলবে ক্রুজের টিকিট। ডায়মন্ড হারবার পুরসভার নিজস্ব ওয়েবসাইটে এই টিকিট পাওয়া যাবে বলে জানা গিয়েছে । জলপথে দু’ঘণ্টার বিলাসবহুল ভ্রমণে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ পাশাপাশি সুরক্ষার ব্যাপারেও বাড়তি নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

1. গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক জেলাশাসকের, পুণ্যার্থীদের সব জানাবে কিউআর কোড

2. ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর!

3. শীত পড়তেই গঙ্গাসাগরে পরিযায়ী পাখিদের ঢল, মুড়িগঙ্গায় ভেসেলকে পথ দেখায় সাইবেরিয়ার অতিথিরা

গঙ্গাসাগরে ক্রুজ পরিষেবা

ডায়মন্ড হারবার, 4 জানুয়ারি: শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে আকর্ষণীয় করে তুলতে এই বছর ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিলাসবহুল প্রমোদতরীর ব্যবস্থা করল রাজ্য সরকার। স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল প্রমোদতরীতে গঙ্গাসাগর মেলায় যাওয়া-আসার সুযোগ। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে ডায়মন্ড হারবার পৌরসভার এই উদ্যোগে খুশি সকলেই।

পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, "গঙ্গাসাগর মেলার আগে বাড়তি পাওনা ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর বিলাসবহুল ক্রুজ। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার শহরকে বিশ্ব পর্যটনের মানচিত্রে স্থান করানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার থেকে এই ক্রুজের যাত্রা শুরু হল।" ক্রুজের যাত্রী সৌরভ বিশ্বাস বলেন, "গঙ্গাসাগর মেলার আগে পুণ্যার্থীদের জন্য ক্রুজ পরিষেবা বাড়তি পাওনা। খুবই অল্প সময়ের মধ্যে ডায়মন্ড হারবার থেকে হুগলি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গঙ্গাসাগরে পৌঁছে যাবেন যাত্রীরা। ডায়মন্ড হারবার পৌরসভার এটি খুবই ভালো উদ্যোগ।"

পৌরসভা সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলক ভাবে সপ্তাহে তিনদিন বিলাসবহুল প্রমোদতরী চালানোর ব্যবস্থা করা হয়েছে ৷ বিলাসবহুল ক্রুজ পরিষেবার শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস। মেলার সময় আগত পুণ্যার্থী থেকে শুরু করে যাত্রীদের জন্য প্রতিদিনই এই পরিষেবা থাকছে। খুবই অল্প সময়ের মধ্যে ডায়মন্ডহারবার থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে পৌঁছে যাবে এই ক্রুজটি। 1500 আসনের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ক্রুজে ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবা পাবেন যাত্রীরা। ভাড়া পড়বে যথাক্রমে মাথাপিছু 1000 টাকা।

জলখাবার নিতে চাইলে দিতে হবে অতিরিক্ত 99 টাকা ৷ অফলাইনের পাশাপাশি অনলাইনেও মিলবে ক্রুজের টিকিট। ডায়মন্ড হারবার পুরসভার নিজস্ব ওয়েবসাইটে এই টিকিট পাওয়া যাবে বলে জানা গিয়েছে । জলপথে দু’ঘণ্টার বিলাসবহুল ভ্রমণে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ৷ পাশাপাশি সুরক্ষার ব্যাপারেও বাড়তি নজর দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

1. গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক জেলাশাসকের, পুণ্যার্থীদের সব জানাবে কিউআর কোড

2. ভাঙনের জেরে ক্রমশ কমছে দূরত্ব, কপিলমুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর!

3. শীত পড়তেই গঙ্গাসাগরে পরিযায়ী পাখিদের ঢল, মুড়িগঙ্গায় ভেসেলকে পথ দেখায় সাইবেরিয়ার অতিথিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.