ETV Bharat / state

"তৃণমূলটা বিজেপি হয়ে গেল নাকি বিজেপিটা তৃণমূল " - west bengal assembly election 2021

পুলিশ প্রশাসন, দল বদল, রাজ্যের পরিস্থিতি, রাজনৈতিক হিংসা ইত্যাদি একাধিক ইশুতে আজ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী ৷

শমীক লাহিড়ী
শমীক লাহিড়ী
author img

By

Published : Jan 19, 2021, 10:32 PM IST

Updated : Jan 20, 2021, 11:38 AM IST

মগরাহাট, 19 জানুয়ারি : একাধিক ইশুতে আজ বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী ৷

আরও পড়ুন : রাজ্যের তত্ত্বাবধানে প্রতীচী জরিপ

মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের ধামুয়া গ্রামে প্রতিবাদ সভায় যোগ দিয়ে পুলিশ-প্রশাসনকে আক্রমণ করে বলেন, "এতদিন পর্যন্ত চোরেদের ধরবার জন্য পুলিশ ছিল ৷ তৃণমূল সরকারের সময় চোরেদের রক্ষা করার জন্য পুলিশ রয়েছে ৷ পুলিশ প্রশাসনের অনেকের মনেই দুঃখ যে ইচ্ছার বিরুদ্ধে তাঁদের কাজ করতে হচ্ছে ৷ "

আরও পড়ুন : জয়নগরে বিজেপির সভাতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, "10 বছরে রাজ্যে কোনও কারখানা হয়নি ৷ শতাধিক কৃষক আত্মহত্যা করেছেন ৷ পঞ্চায়েত, পৌরসভাগুলি চোরের আখড়া হয়ে গেছে ৷"

আরও পড়ুন : গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 2

দল বদল প্রসঙ্গে বলেন,"ওরা ভাবছে এতদিন তৃণমূলের হয়ে চুরি করেছি । এবার নৌকা ডুবেছে ৷ এখন বিজেপির নৌকায় উঠে চুরি করব । তৃণমূলটা বিজেপি হয়ে গেল, নাকি বিজেপিটা তৃণমূল হয়ে গেল ৷ " সৌমিত্র খাঁ ও সুজাতা খাঁ-কে কটাক্ষ করে বলেন, " কে কোন দলে গেল, আর পালটা কার বউ কোন দলে গেল ৷ এটা রাজনৈতিক দল, না বাপের বাড়ি শ্বশুর বাড়ি ​হয়ে গিয়েছে । "

একাধিক ইশুতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

এই পরিস্থিতি শমীকবাবুর মতে মানুষের সামনে বিকল্প একটাই ৷ সেটা হল সিপিআইএম ৷ বলেন, "তৃণমূলে কেউ থাকবে না ৷ লড়াইটা হবে আমাদের সঙ্গে বিজেপির ৷ চোরেদের পার্টি উঠে যাবে ৷ কিন্তু অনেক ভালো মানুষও তৃণমূলকে ভোট দিয়েছিলেন ৷ চোরেরা বিজেপিতে চলে যান ৷ কিন্ত যাঁরা ভালো, তাঁরা অবশ্যই আমাদের দলে যোগ দিন ৷ আমরা বলছি, লড়বে একমাত্র লাল ঝান্ডা ৷ লড়াইটা হবে লাল ঝান্ডার সঙ্গে বিজেপির ৷ "

আরও পড়ুন : মাসের শেষে তিনদিন বাস ধর্মঘট রাজ্যে

মগরাহাট, 19 জানুয়ারি : একাধিক ইশুতে আজ বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী ৷

আরও পড়ুন : রাজ্যের তত্ত্বাবধানে প্রতীচী জরিপ

মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের ধামুয়া গ্রামে প্রতিবাদ সভায় যোগ দিয়ে পুলিশ-প্রশাসনকে আক্রমণ করে বলেন, "এতদিন পর্যন্ত চোরেদের ধরবার জন্য পুলিশ ছিল ৷ তৃণমূল সরকারের সময় চোরেদের রক্ষা করার জন্য পুলিশ রয়েছে ৷ পুলিশ প্রশাসনের অনেকের মনেই দুঃখ যে ইচ্ছার বিরুদ্ধে তাঁদের কাজ করতে হচ্ছে ৷ "

আরও পড়ুন : জয়নগরে বিজেপির সভাতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, "10 বছরে রাজ্যে কোনও কারখানা হয়নি ৷ শতাধিক কৃষক আত্মহত্যা করেছেন ৷ পঞ্চায়েত, পৌরসভাগুলি চোরের আখড়া হয়ে গেছে ৷"

আরও পড়ুন : গঙ্গারামপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মৃত পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ 2

দল বদল প্রসঙ্গে বলেন,"ওরা ভাবছে এতদিন তৃণমূলের হয়ে চুরি করেছি । এবার নৌকা ডুবেছে ৷ এখন বিজেপির নৌকায় উঠে চুরি করব । তৃণমূলটা বিজেপি হয়ে গেল, নাকি বিজেপিটা তৃণমূল হয়ে গেল ৷ " সৌমিত্র খাঁ ও সুজাতা খাঁ-কে কটাক্ষ করে বলেন, " কে কোন দলে গেল, আর পালটা কার বউ কোন দলে গেল ৷ এটা রাজনৈতিক দল, না বাপের বাড়ি শ্বশুর বাড়ি ​হয়ে গিয়েছে । "

একাধিক ইশুতে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী

আরও পড়ুন : জনগণই এবার 356 চাইবে: মুকুল রায়

এই পরিস্থিতি শমীকবাবুর মতে মানুষের সামনে বিকল্প একটাই ৷ সেটা হল সিপিআইএম ৷ বলেন, "তৃণমূলে কেউ থাকবে না ৷ লড়াইটা হবে আমাদের সঙ্গে বিজেপির ৷ চোরেদের পার্টি উঠে যাবে ৷ কিন্তু অনেক ভালো মানুষও তৃণমূলকে ভোট দিয়েছিলেন ৷ চোরেরা বিজেপিতে চলে যান ৷ কিন্ত যাঁরা ভালো, তাঁরা অবশ্যই আমাদের দলে যোগ দিন ৷ আমরা বলছি, লড়বে একমাত্র লাল ঝান্ডা ৷ লড়াইটা হবে লাল ঝান্ডার সঙ্গে বিজেপির ৷ "

আরও পড়ুন : মাসের শেষে তিনদিন বাস ধর্মঘট রাজ্যে

Last Updated : Jan 20, 2021, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.