ETV Bharat / state

মথুরাপুরে CPI(M) কর্মী খুন - bjp

CPI(M) কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মৃতের নাম রাজু হালদার ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 6, 2019, 10:42 PM IST

মথুরাপুর, 6 জুন : CPI(M) কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মথুরাপুরের লালপুর গ্রামের ঘটনা। মৃতের নাম রাজু হালদার ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বেশ কয়েকজন বন্ধু এলাকায় আড্ডা মারছিল । আড্ডা মারার ফাঁকে এক বছর আগে কেনা মোবাইলে টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠে । তা নিয়েই বচসা শুরু হয় । এরপরই একে অপরকে ধারাল অস্ত্র নিয়ে আঘাত করে । গুরুতর জখম অবস্থায় রাজু হালদার ও রুইস মোল্লাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন ।

রুইস মোল্লার অবস্থা আশঙ্কাজনক । এদিকে স্থানীয় CPI(M) নেতৃত্বের দাবি, মৃত রাজু হালদার তাদের দলের সক্রিয় কর্মী ছিল । তবে স্থানীয়রা জানান এই খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই । যদিও রাজুর মৃত্যুর পর ঘটনাস্থানে যান CPI(M) নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । তিনি রাজুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

মথুরাপুর, 6 জুন : CPI(M) কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মথুরাপুরের লালপুর গ্রামের ঘটনা। মৃতের নাম রাজু হালদার ।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বেশ কয়েকজন বন্ধু এলাকায় আড্ডা মারছিল । আড্ডা মারার ফাঁকে এক বছর আগে কেনা মোবাইলে টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠে । তা নিয়েই বচসা শুরু হয় । এরপরই একে অপরকে ধারাল অস্ত্র নিয়ে আঘাত করে । গুরুতর জখম অবস্থায় রাজু হালদার ও রুইস মোল্লাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন ।

রুইস মোল্লার অবস্থা আশঙ্কাজনক । এদিকে স্থানীয় CPI(M) নেতৃত্বের দাবি, মৃত রাজু হালদার তাদের দলের সক্রিয় কর্মী ছিল । তবে স্থানীয়রা জানান এই খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই । যদিও রাজুর মৃত্যুর পর ঘটনাস্থানে যান CPI(M) নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । তিনি রাজুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ।

Intro:মোবাইলে টাকা ফেরত দেওয়া কে কেন্দ্র করে বচসার জেরে মৃত এক বন্ধু ও আহত বেশ কয়েকজন ঘটনাটি ঘটে মথুরাপুর থানা এলাকার লালপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় এদিন দুপুরে কয়েকজন বন্ধু মিলে আড্ডা মারছিল সেই সময় এক বছর আগে কেনা একটি মোবাইলের টাকা ফেরত এ প্রসঙ্গ আসে। তা নিয়ে শুরু হয় বচসা হাতাহাতি তারপর ধারালো অস্ত্র নিয়ে উভয় উভয়কে আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুজন।আহত রাজু হালদার কে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয় অন্যদিকে রুইস মোল্লাকে গুরুতর আহত অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করে।
যদিও সিপিআইএমের দাবি মৃত রাজু হালদার তাদের দলের সক্রিয় কর্মী ছিল। তবে স্থানীয় মানুষরা জানান খুন খুনের পিছনে কোন রাজনৈতিক কারণ নেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.