মথুরাপুর,11 মে : রাজ্যে প্রত্যেকদিন করোনা সংক্রমণে হয়ে মৃত্যু হচ্ছে প্রায় কয়েক হাজার মানুষের। প্রত্যেকদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের সঙ্কট। করোনার প্রতিরোধক ভ্যাকসিন গতকালের রাজ্য প্রায় কয়েক লক্ষ এসে পৌঁছেছে। কিন্তু তার যৎসামান্য বলে মনে করছেন চিকিৎসদের একাংশ।
করোনা পরিস্থিতি রাজ্যে উদ্বেগজনক রাজ্য সরকারের পক্ষ থেকে আংশিক লকডাউনের পথে হাঁটলেও স্বাস্থ্যবিধি না মেনে বেশিরভাগ সময় বাজারহাট রেঁস্তোরা খোলা থাকার অভিযোগ উঠছে। সংক্রমণের আশঙ্কা কম নয়, মানুষের মধ্যে সচেতনতা বিন্দুমাত্র রেস দেখা মিলছে না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মথুরাপুরে খোলা হল ১৫ শয্যার কোভিড ওয়ার্ড।
এই কোভিড ওয়ার্ড চালু হওয়ার ফলে সাধারণ মানুষজনের প্রায় ৪০ কিমি দূরে ডায়মন্ড হারবার হাসপাতালে যাওয়ার কষ্ট লাঘব হবে। এছাড়াও অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন হলে অক্সিমিটার ব্যবহার করা হবে। এই কথা জানিয়েছেন মথুরাপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবকুমার মন্ডল।
রাজ্যের যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিকে করোনা হাসপাতলে রূপান্তরিত করা হয়েছে। করোনা হাসপাতালগুলিতে তিল ধারণের জায়গা নেই । এহেন পরিস্থিতিতে আশঙ্কা বাড়িয়ে বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যে কয়েক মাসের মধ্যে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ ।