ক্যানিং, 11 সেপ্টেম্বর : বিয়ে হয়েছে মাত্র সাত মাস । ঝগড়া-অশান্তি কিছুই ছিল না । শান্তিতেই সংসার করছিলেন । কিন্তু, গতকাল ঘর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের পর রহস্য দানা বেঁধেছে । ক্যানিংয়ের দিঘি পাড় এলাকার ঘটনা ।
দিঘি পাড় এলাকার বাসিন্দা অমিত মণ্ডল । বয়স 26 । সাত মাস আগে বিয়ে হয় 19 বছরের টুম্পার সঙ্গে । গতকাল প্রতিবেশী এক শিশুকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলার পর নিজেদের ঘরে চলে যান তাঁরা । ভিতর থেকে দরজায় বন্ধ করে দেন । তাই প্রথমে সন্দেহ হয়নি কারও । এরপর এক অনুষ্ঠান থেকে ফিরে দু'জনকে ডাকতে থাকে অমিতের মা । কিন্তু, বার বার ডাকার পরও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়৷ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছেন অমিত । আর বিছানায় পড়ে রয়েছে টুম্পার দেহ ।
দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করে । দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
কিন্তু, কেন এমন পথ বেছে নিলেন এই নবদম্পতি ৷ এই নিয়ে উঠছে প্রশ্ন ৷ নিছক আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে৷ কোনও পারিবারিক দ্বন্দ্ব ছিল কিনা, তা ও দেখা হচ্ছে ৷