ETV Bharat / state

বিয়ের সাত মাসের মধ্যে আত্মঘাতী দম্পতি - Sucide in between Seven month of Marriage

দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করে । দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ কিন্তু, কেন এমন পথ বেছে নিল এই নবদম্পতি ৷ এই নিয়ে উঠছে প্রশ্ন ৷

অমিত ও টুম্পা
author img

By

Published : Sep 11, 2019, 6:07 AM IST

ক্যানিং, 11 সেপ্টেম্বর : বিয়ে হয়েছে মাত্র সাত মাস । ঝগড়া-অশান্তি কিছুই ছিল না । শান্তিতেই সংসার করছিলেন । কিন্তু, গতকাল ঘর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের পর রহস্য দানা বেঁধেছে । ক্যানিংয়ের দিঘি পাড় এলাকার ঘটনা ।

দিঘি পাড় এলাকার বাসিন্দা অমিত মণ্ডল । বয়স 26 । সাত মাস আগে বিয়ে হয় 19 বছরের টুম্পার সঙ্গে । গতকাল প্রতিবেশী এক শিশুকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলার পর নিজেদের ঘরে চলে যান তাঁরা । ভিতর থেকে দরজায় বন্ধ করে দেন । তাই প্রথমে সন্দেহ হয়নি কারও । এরপর এক অনুষ্ঠান থেকে ফিরে দু'জনকে ডাকতে থাকে অমিতের মা । কিন্তু, বার বার ডাকার পরও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়৷ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছেন অমিত । আর বিছানায় পড়ে রয়েছে টুম্পার দেহ ।

দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করে । দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

কিন্তু, কেন এমন পথ বেছে নিলেন এই নবদম্পতি ৷ এই নিয়ে উঠছে প্রশ্ন ৷ নিছক আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে৷ কোনও পারিবারিক দ্বন্দ্ব ছিল কিনা, তা ও দেখা হচ্ছে ৷

ক্যানিং, 11 সেপ্টেম্বর : বিয়ে হয়েছে মাত্র সাত মাস । ঝগড়া-অশান্তি কিছুই ছিল না । শান্তিতেই সংসার করছিলেন । কিন্তু, গতকাল ঘর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের পর রহস্য দানা বেঁধেছে । ক্যানিংয়ের দিঘি পাড় এলাকার ঘটনা ।

দিঘি পাড় এলাকার বাসিন্দা অমিত মণ্ডল । বয়স 26 । সাত মাস আগে বিয়ে হয় 19 বছরের টুম্পার সঙ্গে । গতকাল প্রতিবেশী এক শিশুকে নিয়ে বেশ কিছুক্ষণ খেলার পর নিজেদের ঘরে চলে যান তাঁরা । ভিতর থেকে দরজায় বন্ধ করে দেন । তাই প্রথমে সন্দেহ হয়নি কারও । এরপর এক অনুষ্ঠান থেকে ফিরে দু'জনকে ডাকতে থাকে অমিতের মা । কিন্তু, বার বার ডাকার পরও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়৷ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছেন অমিত । আর বিছানায় পড়ে রয়েছে টুম্পার দেহ ।

দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করে । দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

কিন্তু, কেন এমন পথ বেছে নিলেন এই নবদম্পতি ৷ এই নিয়ে উঠছে প্রশ্ন ৷ নিছক আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে৷ কোনও পারিবারিক দ্বন্দ্ব ছিল কিনা, তা ও দেখা হচ্ছে ৷

Intro:বিয়ের সাত মাসের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী ও স্ত্রী। ক্যানিং থানার দিঘির পাড় এলাকার ঘটনা। মৃত যুবকের নাম অমিত (লাল্টু) মন্ডল(২৬) ও তার স্ত্রী টুম্পা মন্ডল (১৯)। নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় দুজনে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।চিকিৎসকের প্রাথমিক অনুমান গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়। তবে কি কারণে তারা আত্মঘাতী হলো তার তদন্ত করছে পুলিশ।Body:দীর্ঘক্ষন দুজনের কোন সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যরা খোঁজ শুরু করে। ঘরের দরজা বন্ধ থাকায় অন্যান্য আত্মীয়দের বাড়িতে খোঁজ নেই। কোথাও খোঁজ না পেয়ে অবশেষে বাড়ির দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। পরিবারের অন্য সদস্যরা দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কি কারনে দুজনে আত্মহত্যা করল তার তদন্ত করছে পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম। ভিডিও কপি করা গেলে দেখবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.