ETV Bharat / state

Rajpur Sonarpur Municipality : হ্যাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে, টিকা পেলেন না যুবক - করোনা ভ্যাকসিন

বেশ কিছুদিন আগেই এই পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর সোনারপুর পৌরসভা ৷ বিল্ডিংয়ের বাইরে সাঁটানো কাগজে লেখা রয়েছে, "হাফ প্যান্ট পরে অফিস চত্বরে ঢোকা যাবে না ৷"

corona
corona
author img

By

Published : Sep 4, 2021, 10:13 PM IST

Updated : Sep 4, 2021, 10:39 PM IST

সোনারপুর, 4 সেপ্টেম্বর : অফিস-কাছারি বা আদালতে নয়, নিতে গিয়েছিলেন করোনা টিকা ৷ কিন্তু পরনের জামাকাপড়ের জন্য ভ্যাকসিনই জুটল না এক যুবকের ৷ হাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে যাওয়ায় দেওয়াই হল না করোনা টিকা ৷ বিতর্কিত এই ঘটনাটি রাজপুর সোনারপুর পৌরসভার ৷ ভুক্তভোগী যুবকের নাম শীর্ষনাথ পণ্ডিত ৷ তিনি উত্তর 24 পরগনার সোনারপুরের বড়ার সর্দার এলাকার বাসিন্দা ৷

বাড়ির অদূরেই রাজপুর সোনারপুর পৌরসভা ৷ সেখানেই দেওয়া হচ্ছে করোনা টিকা ৷ অসুস্থ ও বৃদ্ধা মাকে ভ্যাকসিনেশন সেন্টারে নিয়ে যাওয়ার আগে পরনের পোশাকের দিকে তাকানোর সময় পাননি শীর্ষনাথ ৷ তাই হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই মাকে নিয়ে রিক্সায় চেপে বসেছিলেন ৷ যথাসময়ে পৌরসভার বিল্ডিংয়ে পৌঁছেও যান মা, ছেলে ৷ অভিযোগ, রিক্সা থেকে নামতেই পৌরসভার কর্মীরা শীর্ষনাথের পোশাক দেখেই বলে দেন, টিকা দেওয়া যাবে না ৷ পরে ওই যুবকের বৃদ্ধা মা টিকা পেলেও শীর্ষনাথ টিকা না নিয়েই ফিরে আসেন ৷

বেশ কিছুদিন আগেই এই পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর সোনারপুর পৌরসভা ৷ বিল্ডিংয়ের বাইরে সাঁটানো কাগজে লেখা রয়েছে, "হাফ প্যান্ট পরে অফিস চত্বরে ঢোকা যাবে না ৷" যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ৷ সেই পোশাক বিতর্কে ঘি পড়ল আজকের ঘটনায় ৷ শীর্ষনাথ পণ্ডিত নামে ওই যুবক বলেন, "আমি অশালীন কোনও পোশাক পরিনি ৷ আর পৌরসভায় অফিশিয়াল কোনও কাজেও যাইনি ৷ গিয়েছিলাম ভ্যাকসিন নিতে ৷ স্বাস্থ্য দফতরের তরফে তো পোশাক নিয়ে কোনওরকম নির্দেশ জারি করা হয়নি ৷ তাহলে কেন আমাকে ভ্যাকসিন দেওয়া হল না ?"

হাফ প্যান্ট পরায় টিকা পেলেন না যুবক

আরও পড়ুন : Bjp leader murder : গোপালনগরে বিজেপি নেতাকে মারধর করে খুন, অভিযুক্ত তৃণমূল

ভ্যাকসিন না পাওয়ায় ক্ষুব্ধ ওই যুবকের আরও অভিযোগ, "গোটা ওয়ার্ডের অবস্থা খুব শোচনীয় ৷ সারাবছর ধরে এলাকায় জল জমে থাকে ৷ যে কারণে হাফ প্যান্ট পরার অভ্যেস করেছি ৷ আমি কোনও অজুহাত দিচ্ছি না ৷ তবে আমার মতে এটা কোনও অশালীন পোশাক নয় ৷" পৌরসভার এমন কাণ্ডে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ভ্যাকসিন দেবেন না ঠিক আছে ৷ কিন্তু ভ্যাকসিন নিয়ে এমন কোন আইন কি হতে পারে ?" বিষয়টি প্রকাশ্যে আসায় কার্যত মুখে কুলুপ এঁটেছে পৌরসভা কর্তৃপক্ষ ।

সোনারপুর, 4 সেপ্টেম্বর : অফিস-কাছারি বা আদালতে নয়, নিতে গিয়েছিলেন করোনা টিকা ৷ কিন্তু পরনের জামাকাপড়ের জন্য ভ্যাকসিনই জুটল না এক যুবকের ৷ হাফ প্যান্ট পরে ভ্যাকসিনেশন সেন্টারে যাওয়ায় দেওয়াই হল না করোনা টিকা ৷ বিতর্কিত এই ঘটনাটি রাজপুর সোনারপুর পৌরসভার ৷ ভুক্তভোগী যুবকের নাম শীর্ষনাথ পণ্ডিত ৷ তিনি উত্তর 24 পরগনার সোনারপুরের বড়ার সর্দার এলাকার বাসিন্দা ৷

বাড়ির অদূরেই রাজপুর সোনারপুর পৌরসভা ৷ সেখানেই দেওয়া হচ্ছে করোনা টিকা ৷ অসুস্থ ও বৃদ্ধা মাকে ভ্যাকসিনেশন সেন্টারে নিয়ে যাওয়ার আগে পরনের পোশাকের দিকে তাকানোর সময় পাননি শীর্ষনাথ ৷ তাই হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই মাকে নিয়ে রিক্সায় চেপে বসেছিলেন ৷ যথাসময়ে পৌরসভার বিল্ডিংয়ে পৌঁছেও যান মা, ছেলে ৷ অভিযোগ, রিক্সা থেকে নামতেই পৌরসভার কর্মীরা শীর্ষনাথের পোশাক দেখেই বলে দেন, টিকা দেওয়া যাবে না ৷ পরে ওই যুবকের বৃদ্ধা মা টিকা পেলেও শীর্ষনাথ টিকা না নিয়েই ফিরে আসেন ৷

বেশ কিছুদিন আগেই এই পোশাক ফতোয়া জারি করেছে রাজপুর সোনারপুর পৌরসভা ৷ বিল্ডিংয়ের বাইরে সাঁটানো কাগজে লেখা রয়েছে, "হাফ প্যান্ট পরে অফিস চত্বরে ঢোকা যাবে না ৷" যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ৷ সেই পোশাক বিতর্কে ঘি পড়ল আজকের ঘটনায় ৷ শীর্ষনাথ পণ্ডিত নামে ওই যুবক বলেন, "আমি অশালীন কোনও পোশাক পরিনি ৷ আর পৌরসভায় অফিশিয়াল কোনও কাজেও যাইনি ৷ গিয়েছিলাম ভ্যাকসিন নিতে ৷ স্বাস্থ্য দফতরের তরফে তো পোশাক নিয়ে কোনওরকম নির্দেশ জারি করা হয়নি ৷ তাহলে কেন আমাকে ভ্যাকসিন দেওয়া হল না ?"

হাফ প্যান্ট পরায় টিকা পেলেন না যুবক

আরও পড়ুন : Bjp leader murder : গোপালনগরে বিজেপি নেতাকে মারধর করে খুন, অভিযুক্ত তৃণমূল

ভ্যাকসিন না পাওয়ায় ক্ষুব্ধ ওই যুবকের আরও অভিযোগ, "গোটা ওয়ার্ডের অবস্থা খুব শোচনীয় ৷ সারাবছর ধরে এলাকায় জল জমে থাকে ৷ যে কারণে হাফ প্যান্ট পরার অভ্যেস করেছি ৷ আমি কোনও অজুহাত দিচ্ছি না ৷ তবে আমার মতে এটা কোনও অশালীন পোশাক নয় ৷" পৌরসভার এমন কাণ্ডে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ভ্যাকসিন দেবেন না ঠিক আছে ৷ কিন্তু ভ্যাকসিন নিয়ে এমন কোন আইন কি হতে পারে ?" বিষয়টি প্রকাশ্যে আসায় কার্যত মুখে কুলুপ এঁটেছে পৌরসভা কর্তৃপক্ষ ।

Last Updated : Sep 4, 2021, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.