বারুইপুর, 23 এপ্রিল : বারুইপুর সংশোধনাগারে শুরু হল করোনার টিকাকরণ ৷ বারুইপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মোট 90 জন বন্দিকে টিকা দেওয়া হয় ৷
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বারুইপুর সংশোধনাগারে মোট 1 হাজার 12 জন বন্দি রয়েছেন ৷ আবাসিকদের মধ্যে কারাগার থেকে ছাড়া পাওয়া বাংলাদেশের এক নাগরিকও রয়েছেন ৷ সংশোধনাগারের মধ্যে যাতে কোভিড ছড়িয়ে না পড়ে, তার জন্য প্রথম থেকেই সচেতন ছিল কারা দফতর ৷ টিকা বাজারে আসার পরই বন্দিদের মধ্যে টিকাকরণ নিয়ে সচেতনতা তৈরির কর্মসূচি শুরু করা হয় ৷ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পাশাপাশি কারাগারের ভিতরেই টেলিভিশনে করোনা সংক্রান্ত খবর দেখানো হয় বন্দিদের ৷
শুক্রবার বারুইপুর মহকুমা হাসপাতালের একটি প্রতিনিধি দল সংশোধনাগারে গিয়ে বন্দিদের টিকা দিয়ে আসেন ৷ উপস্থিত ছিলেন বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল-সহ সংশোধনাগারের আধিকারিকরা ৷
বারুইপুর সংশোধনাগারের সুপার অসিতবরণ নস্কর জানান, কোনও বন্দি প্রথম সংশোধনাগারে এলেই তাঁর শরীরের উত্তাপ পরীক্ষা করা হয় ৷ এছাড়া, বন্দিদের সকলকেই নিয়মিত মাস্ক ও স্য়ানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেসবের জোগানও দিচ্ছে সংশোধনাগার কর্তৃপক্ষই ৷
আরও পড়ুন : কারখানায় অক্সিজেনের ব্যবহার কমিয়ে রোগীদের দেওয়ার আবেদন রাজ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের
সংশোধনাগারে আসার পর প্রথম কয়েক দিন বন্দিদের আইসোলেশন সেলে আলাদা রাখা হচ্ছে ৷ খেয়াল রাখা হচ্ছে, এই ক’দিনে বন্দির শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যাচ্ছে কিনা ৷ কারোও কোনও শারীরিক সমস্যা হলেই তাঁকে জেলের হাসপাতালে ভর্তি করা হচ্ছে ৷ সংশোধনাগারে 49টি শয্যার একটি হাসপাতাল রয়েছে ৷ যার একাংশে কোভিড চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হয়েছে ৷
যে সমস্ত বন্দিরা এদিন টিকা নিলেন না তাঁদের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু হয়েছে ৷ প্রতিটি সেলের বাইরে এই সংক্রান্ত প্রচারমূলক পোস্টার লাগানো হয়েছে ৷