কাকদ্বীপ, 9 জুলাই: শারীরিক পরীক্ষা করার সময় পুলিশ ও হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে ঘরের জানলা দিয়ে চম্পট দিল আসামী । কয়েক ঘণ্টা চিরুনি-তল্লাশি চালিয়ে তাকে ফের খুঁজে আনল পুলিশ । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতালে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আসামীর নাম সাদ্দাম হালদার ৷ বাড়ি ঢোলাহাট থানার জামালপুরে । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে শুক্রবার ঢোলাহাট থানার পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে (Saddam Halder escaped from Hospital during Health Check up in South 24 Parganas) ।
অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 367, 417 ধারায় মামলার রুজু করা হয়েছে । শনিবারই কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করার কথা ছিল সাদ্দামকে । সেইমতো কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সাদ্দামের শারীরিক পরীক্ষা করে নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ । সেই পরীক্ষা চলার সময়েই সকলের নজর এড়িয়ে চম্পট দেয় সাদ্দাম । আসামী পালিয়ে যাওয়ার খবর মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায় সব জায়গায় । পলাতক সাদ্দামকে গ্রেফতার করার জন্য খোঁজাখুঁজি শুরু করে দেয় পুলিশ ।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে পেল না বেড, বিনা চিকিৎসায় ফিরে গেল ক্যান্সার আক্রান্ত অঙ্গুরা
বেশ কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে কাকদ্বীপ হারুউড পয়েন্ট কোস্টাল থানা এলাকা বাসন্তী ময়দান এলাকা থেকে ধরা পড়ে পলাতক আসামী । ধৃত সাদ্দাম হালদারকে কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় । দিনের আলোয় এভাবে হাসপাতাল থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশি নজরদারির ওপরর প্রশ্ন উঠছে ।