ETV Bharat / state

Panchayat Elections 2023: ভাঙড়ে অশান্তির ঘটনায় 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কাশীপুর থানায়

ভাঙড়ে অশান্তির ঘটনায় আরাবুল ও তার ছেলে-সহ 20 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে কাশীপুর থানায় অভিয়োগ দায়ের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 19, 2023, 10:07 PM IST

ভাঙড়, 19 জুন: নির্বাচন ঘোষণার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ তার মধ্যেই মনোনয়ন পর্বের শুরু থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড় । মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল এবং আইএসএফ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানে । মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় থেকে প্রায় প্রতিদিনই যথেচ্ছ বোমা এবং গুলিচালনার ঘটনাও ঘটছে এলাকায় । জায়গায় জায়গায় উদ্ধারও হয়েছে অনেক বোমা ও আগ্নেয়াস্ত্র ।

আইএসএফ নেতৃত্বের দাবি, তাঁদের কর্মী মহিউদ্দিন রাজনৈতিক দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন । ওই দিন আরও এক জনের মৃত্যু হয় । ওই আইএসএফ কর্মীর বাবার অভিযোগ, আরাবুল এবং তাঁর পুত্র হাকিমুল ছাড়াও আরও এক তৃণমূল নেতা শরিফুলের নামও মনোনয়ন কেন্দ্রে অশান্তি ঘটনায় জড়িয়েছে । ইতিমধ্যেই তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর পুত্র হাকিমুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ভাঙড়ের কাশীপুর থানায় । মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ ।

তৃণমূলের পালটা অভিযোগ, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃতু হয়েছে রশিদ মোল্লা নামে তাদের এক কর্মীর ৷ এছাড়া, শাসক ও বিরোধীদল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ভাঙড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন । ভাঙড়ে অশান্তির ঘটনায় এই নিয়ে মোট সাতটি মামলা রুজু করা হয়েছে । এর আগেও স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ তিনটি মামলা রুজু করেছিল । তৃণমূলের তরফে দু’টি মামলা রুজু করা হয়েছিল । আইএসএফ কর্মীর খুনের অভিযোগে মোট সাতটি মামলা রুজু হয়েছে ।

আরও পড়ুন : 'কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক', সুশান্ত ঘোষের সভা শুরুর আগেই পোস্টারে ছয়লাপ চন্দ্রকোনা

এ প্রসঙ্গে আরাবুল বলেন, "আমি বা আমার ছেলে এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই । আমরা বিডিও অফিসের সামনে ছিলাম । আমার মনে হয়, আইএসএফের লোকেরা গুলি চালাচ্ছিল । সেই গুলিই মহিউদ্দিনের গায়ে লেগেছে । আমাদেরও দু’জন মারা গিয়েছেন ।"

ভাঙড়, 19 জুন: নির্বাচন ঘোষণার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ তার মধ্যেই মনোনয়ন পর্বের শুরু থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড় । মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল এবং আইএসএফ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানে । মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় থেকে প্রায় প্রতিদিনই যথেচ্ছ বোমা এবং গুলিচালনার ঘটনাও ঘটছে এলাকায় । জায়গায় জায়গায় উদ্ধারও হয়েছে অনেক বোমা ও আগ্নেয়াস্ত্র ।

আইএসএফ নেতৃত্বের দাবি, তাঁদের কর্মী মহিউদ্দিন রাজনৈতিক দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন । ওই দিন আরও এক জনের মৃত্যু হয় । ওই আইএসএফ কর্মীর বাবার অভিযোগ, আরাবুল এবং তাঁর পুত্র হাকিমুল ছাড়াও আরও এক তৃণমূল নেতা শরিফুলের নামও মনোনয়ন কেন্দ্রে অশান্তি ঘটনায় জড়িয়েছে । ইতিমধ্যেই তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর পুত্র হাকিমুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ভাঙড়ের কাশীপুর থানায় । মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ ।

তৃণমূলের পালটা অভিযোগ, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃতু হয়েছে রশিদ মোল্লা নামে তাদের এক কর্মীর ৷ এছাড়া, শাসক ও বিরোধীদল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ভাঙড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন । ভাঙড়ে অশান্তির ঘটনায় এই নিয়ে মোট সাতটি মামলা রুজু করা হয়েছে । এর আগেও স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ তিনটি মামলা রুজু করেছিল । তৃণমূলের তরফে দু’টি মামলা রুজু করা হয়েছিল । আইএসএফ কর্মীর খুনের অভিযোগে মোট সাতটি মামলা রুজু হয়েছে ।

আরও পড়ুন : 'কঙ্কালকাণ্ডের নায়ক গো ব্যাক', সুশান্ত ঘোষের সভা শুরুর আগেই পোস্টারে ছয়লাপ চন্দ্রকোনা

এ প্রসঙ্গে আরাবুল বলেন, "আমি বা আমার ছেলে এই ঘটনার সঙ্গে কোনওভাবেই যুক্ত নই । আমরা বিডিও অফিসের সামনে ছিলাম । আমার মনে হয়, আইএসএফের লোকেরা গুলি চালাচ্ছিল । সেই গুলিই মহিউদ্দিনের গায়ে লেগেছে । আমাদেরও দু’জন মারা গিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.