ETV Bharat / state

Mamata Banerjee: নির্বাচনের পরে কথা দিয়েছিলেন, আজ সামসেরনগরের কালীতলায় মমতা - Mamata Banerjee to visit Kalitala GramPanchayat

এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সুন্দরবনের দুর্গম ও প্রত্যন্ত গ্রামে পা রাখছেন ৷ মঙ্গলবার সামসেরনগরের কালীতলা গ্রামপঞ্চায়েতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত ভোটের আগে নয়া সমীকরণ (Mamata Banerjee to visit Kalitala) ?

Sunderbans
ETV Bharat
author img

By

Published : Nov 29, 2022, 11:07 AM IST

বসিরহাট, 29 নভেম্বর: নতুন বছরের শুরুতেই পঞ্চায়েত ভোট ৷ তার আগে সুন্দরবন-বসিরহাটের প্রত্যন্ত গ্রামপঞ্চায়েতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবন এলাকায় একটি গ্রামে যাবেন ৷ গ্রামটি হয়তো আন্তর্জাতিক সীমান্তের আগে ভারতের বাংলায় শেষ জনবসতি ৷ স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে যথেষ্ট আগ্রহ আছে উত্তর 24 পরগনা ও বসিরহাটের মানুষের মধ্যে ৷

সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী এখানে সামসেরনগরের (Samsernagar) কালীতলা গ্রামপঞ্চায়েত পরিদর্শন করবেন ৷ সেখানে এলাকার মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেবেন ৷ তিনিই প্রথম রাজনৈতিক নেত্রী তথা মুখ্যমন্ত্রী যিনি প্রথমবার কালীতলায় পা রাখছেন ৷ সোমবার মুখ্যমন্ত্রীর এই সফর প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সাধারণত এ ধরনের বড় সরকারি অনুষ্ঠান কালীতলার মতো প্রত্যন্ত এলাকায় নজিরবিহীন ৷ অতীতে এ অঞ্চলে এত বড় সরকারি অনুষ্ঠান হয়নি ৷ সাধারণত যে কোনও প্রশাসনিক বৈঠক বা সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে যাতায়াতের সুবিধের জন্য টাকি বা বসিরহাটকেই বেছে নেওয়া হয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরাসরি প্রত্যন্ত এলাকার মানুষের দরজায় পৌঁছে যাবেন তিনি ৷ তাই এমন উদ্যোগ, বলে জানিয়েছেন তিনি ।

সাধারণ লোকালয় থেকে কত দূর কালীতলা ?

কালীতলায় সরকারি অনুষ্ঠানের জায়গার দূরত্ব টাকি থেকে 54 কিলোমিটার ৷ নাতিদীর্ঘ রাস্তা দিয়ে ছোট গাড়ি পৌঁছতে কমপক্ষে তিন ঘণ্টারও বেশি সময় লাগে ৷ এর মধ্যে ইছামতী পারাপার করতে হয় ভেসেলে ৷ কালীতলায় কমবেশি 7 হাজার মানুষের বসবাস ৷ তাই সাধারণ জনবসতি এলাকা থেকেও এই গ্রামপঞ্চায়েতের গুরুত্ব খানিক বেশি । এখানে প্রকৃতি পুজো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি পুজোর ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ সুন্দরবনের এই প্রকৃতি পুজো এই অঞ্চলের স্থানীয়দের প্রচলিত বিশ্বাসের প্রশ্ন ৷ তাই তাকে গুরুত্ব দিয়ে আদতে মানুষের ইচ্ছেকেই প্রতিষ্ঠিত করতে চান, মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর চমক ! আজই নতুন 2 জেলার ঘোষণা ?

প্রসঙ্গত সুন্দরবন তথা বসিরহাটে অতীতে বহু রাজনৈতিক নেতা-নেত্রী এসেছেন ৷ কিন্তু এমন প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি বা এ ধরনের বড় কর্মসূচিতে যোগ দিয়েছেন খুব কম নেতারা । আর সে কারণে এই কর্মসূচি এই অঞ্চলের মানুষের কাছে একটা বড় দৃষ্টান্ত ৷

সরকারের পক্ষ থেকে যখন রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন পদক্ষেপকে ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সে সময় বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছে না ৷ একের পর এক দুর্নীতি আর স্বজনপোষণের কারণে রাজ্যে শাসকদলের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ আর এই অবস্থায় প্রকৃতি পুজো এবং দুর্গম এলাকায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করাটা আসলে তৃণমূল কংগ্রেসের ভোট রাজনীতিরই একটা অংশ ৷

বসিরহাট, 29 নভেম্বর: নতুন বছরের শুরুতেই পঞ্চায়েত ভোট ৷ তার আগে সুন্দরবন-বসিরহাটের প্রত্যন্ত গ্রামপঞ্চায়েতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবন এলাকায় একটি গ্রামে যাবেন ৷ গ্রামটি হয়তো আন্তর্জাতিক সীমান্তের আগে ভারতের বাংলায় শেষ জনবসতি ৷ স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি নিয়ে যথেষ্ট আগ্রহ আছে উত্তর 24 পরগনা ও বসিরহাটের মানুষের মধ্যে ৷

সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী এখানে সামসেরনগরের (Samsernagar) কালীতলা গ্রামপঞ্চায়েত পরিদর্শন করবেন ৷ সেখানে এলাকার মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেবেন ৷ তিনিই প্রথম রাজনৈতিক নেত্রী তথা মুখ্যমন্ত্রী যিনি প্রথমবার কালীতলায় পা রাখছেন ৷ সোমবার মুখ্যমন্ত্রীর এই সফর প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সাধারণত এ ধরনের বড় সরকারি অনুষ্ঠান কালীতলার মতো প্রত্যন্ত এলাকায় নজিরবিহীন ৷ অতীতে এ অঞ্চলে এত বড় সরকারি অনুষ্ঠান হয়নি ৷ সাধারণত যে কোনও প্রশাসনিক বৈঠক বা সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে যাতায়াতের সুবিধের জন্য টাকি বা বসিরহাটকেই বেছে নেওয়া হয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ, সরাসরি প্রত্যন্ত এলাকার মানুষের দরজায় পৌঁছে যাবেন তিনি ৷ তাই এমন উদ্যোগ, বলে জানিয়েছেন তিনি ।

সাধারণ লোকালয় থেকে কত দূর কালীতলা ?

কালীতলায় সরকারি অনুষ্ঠানের জায়গার দূরত্ব টাকি থেকে 54 কিলোমিটার ৷ নাতিদীর্ঘ রাস্তা দিয়ে ছোট গাড়ি পৌঁছতে কমপক্ষে তিন ঘণ্টারও বেশি সময় লাগে ৷ এর মধ্যে ইছামতী পারাপার করতে হয় ভেসেলে ৷ কালীতলায় কমবেশি 7 হাজার মানুষের বসবাস ৷ তাই সাধারণ জনবসতি এলাকা থেকেও এই গ্রামপঞ্চায়েতের গুরুত্ব খানিক বেশি । এখানে প্রকৃতি পুজো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনের পর তিনি পুজোর ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ সুন্দরবনের এই প্রকৃতি পুজো এই অঞ্চলের স্থানীয়দের প্রচলিত বিশ্বাসের প্রশ্ন ৷ তাই তাকে গুরুত্ব দিয়ে আদতে মানুষের ইচ্ছেকেই প্রতিষ্ঠিত করতে চান, মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর চমক ! আজই নতুন 2 জেলার ঘোষণা ?

প্রসঙ্গত সুন্দরবন তথা বসিরহাটে অতীতে বহু রাজনৈতিক নেতা-নেত্রী এসেছেন ৷ কিন্তু এমন প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি বা এ ধরনের বড় কর্মসূচিতে যোগ দিয়েছেন খুব কম নেতারা । আর সে কারণে এই কর্মসূচি এই অঞ্চলের মানুষের কাছে একটা বড় দৃষ্টান্ত ৷

সরকারের পক্ষ থেকে যখন রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন পদক্ষেপকে ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সে সময় বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়ছে না ৷ একের পর এক দুর্নীতি আর স্বজনপোষণের কারণে রাজ্যে শাসকদলের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ আর এই অবস্থায় প্রকৃতি পুজো এবং দুর্গম এলাকায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করাটা আসলে তৃণমূল কংগ্রেসের ভোট রাজনীতিরই একটা অংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.