ETV Bharat / state

দু'গোষ্ঠীর সংঘর্ষ ছড়াল হাসপাতালে, মারধর পুলিশকেও - বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সঙ্গে আবদুর সালাম গোষ্ঠীর বচসা

বারুইপুর বাইপাস এলাকার ঘটনা ৷ এক পক্ষ অন্য পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাচের বোতল দিয়ে মারধর করে । ঘটনায় গুরুতর জখম হয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি হয় দু'জন ৷ পরে হাসপাতালে আবার ঝামেলা বাধে ৷ পরিস্থিতির সামাল দিতে এসে আক্রান্ত হয় পুলিশ ৷ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 19, 2019, 1:26 PM IST

Updated : Sep 19, 2019, 3:26 PM IST

বারুইপুর, 19 সেপ্টেম্বর : চরম আকার নিল মাতালদের বচসা ৷ এক পক্ষ অন্য পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাচের বোতল দিয়ে মারধর করে । ঘটনায় গুরুতর জখম হয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি হয় দু'জন৷ পরে ঘটনায় নতুন মোড় আসে ৷ আহতদের বাড়ির লোকজন এসে ঝামেলা বাধায় হাসপাতাল চত্বরে ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয় । ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন । বেধড়ক মারধর করা হয়েছে SI দীপঙ্কর দাসকেও । তাঁদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে ৷ বারুইপুর বাইপাস এলাকার ঘটনা ৷

স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাতে বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সঙ্গে আবদুর সালাম গোষ্ঠীর বচসা বাধে ৷ বেশ কয়েকজন মত্ত অবস্থাতেও ছিল ৷ পরে বচসা গড়ায় হাতাহাতিতে ৷ হাতে থাকা কাচের বোতল নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় ৷ ছুরি দিয়েও কয়েকজনকে কোপায় ৷ অভিযোগ, সাজামলের লোকেরাই আবদুর সালাম, তার ছেলে হায়দার ও তাদের অনুগামীদের বেধড়ক মারধর করে ৷ ঘটনায় উভয়পক্ষের মোট পাঁচজন জখম হয় ৷ গুরুতর জখম হয় আবদুর সালাম ও হায়দার ৷ তড়িঘড়ি তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতাল চত্বরেই প্রতিশোধের ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন ৷ আবার ঝামেলা শুরু হয় ৷ এদিকে চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিতে এলে তাঁদের উপরই চড়াও হয় পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ এবার পুলিশের উপরও চড়াও হয় তারা ৷ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন । বেধড়ক মারধর করা হয়েছে SI দীপঙ্কর দাসকে ।

দেখুন ভিডিয়ো

শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

বারুইপুর, 19 সেপ্টেম্বর : চরম আকার নিল মাতালদের বচসা ৷ এক পক্ষ অন্য পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাচের বোতল দিয়ে মারধর করে । ঘটনায় গুরুতর জখম হয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি হয় দু'জন৷ পরে ঘটনায় নতুন মোড় আসে ৷ আহতদের বাড়ির লোকজন এসে ঝামেলা বাধায় হাসপাতাল চত্বরে ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয় । ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন । বেধড়ক মারধর করা হয়েছে SI দীপঙ্কর দাসকেও । তাঁদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে ৷ বারুইপুর বাইপাস এলাকার ঘটনা ৷

স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাতে বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সঙ্গে আবদুর সালাম গোষ্ঠীর বচসা বাধে ৷ বেশ কয়েকজন মত্ত অবস্থাতেও ছিল ৷ পরে বচসা গড়ায় হাতাহাতিতে ৷ হাতে থাকা কাচের বোতল নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় ৷ ছুরি দিয়েও কয়েকজনকে কোপায় ৷ অভিযোগ, সাজামলের লোকেরাই আবদুর সালাম, তার ছেলে হায়দার ও তাদের অনুগামীদের বেধড়ক মারধর করে ৷ ঘটনায় উভয়পক্ষের মোট পাঁচজন জখম হয় ৷ গুরুতর জখম হয় আবদুর সালাম ও হায়দার ৷ তড়িঘড়ি তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতাল চত্বরেই প্রতিশোধের ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন ৷ আবার ঝামেলা শুরু হয় ৷ এদিকে চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিতে এলে তাঁদের উপরই চড়াও হয় পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ এবার পুলিশের উপরও চড়াও হয় তারা ৷ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন । বেধড়ক মারধর করা হয়েছে SI দীপঙ্কর দাসকে ।

দেখুন ভিডিয়ো

শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

Intro:বারুইপুর বাইপাসে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত একদল যুবক এরপর বারুইপুর মহকুমা হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হলে আহতদের আত্মীয়রা হাসপাতাল চত্বরে এসে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে বেধড়ক মারধর করা হয় পুলিশ দের। এই ঘটনায় বারুইপুর থানার এক সাব ইন্সপেক্টর সহ কয়েক জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে। বেধড়ক মারধোর করা হয় এসআই দীপঙ্কর দাসকে। আহত অবস্থায় প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুই চোখে ও মাথায় ব্যাপক আঘাত লেগেছে দীপঙ্কর বাবুর। সঙ্গে থাকা কয়েকজন পুলিশ কর্মী ও আহত হয়েছে। পরে খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে এসে আট জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।Body:পুলিশ সূত্রে খবর মদ খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বচসাও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাঁচের বোতল দিয়ে মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় আব্দুর সালাম ও হায়দাররা নামের দুই যুবক। তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর বাইপাসের কাছে। ঘটনার পর হাসপাতালে আহতদের লোকজন এসে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে বেধড়ক মারধর করে। ঘটনায় দীপঙ্কর দাস নামে এক সাব ইন্সপেক্টর গুরুতর জখম হয়েছেন। পরে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। Conclusion:বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সাথে আব্দুর সালাম গোষ্ঠীর গণ্ডগোল বাধে বলে সূত্রের খবর। সাজামলের লোকেরাই আব্দুর সালাম, তার ছেলে হায়দার ও তাদের অনুগামীদের বেধরক মারধর করে। ঘটনায় মোট পাঁচজন জখম হয় বলে আহত দের দাবি। গ্রেফতার হওয়া আট জন কে গ্রেফতার করে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
Last Updated : Sep 19, 2019, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.