ETV Bharat / state

তৃণমূল নেতাকে জোর করে জয়শ্রীরাম বলানোর অভিযোগে উত্তপ্ত বিষ্ণুপুর, বোমাবাজি

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিষ্ণুপুর । চলে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি । এলাকার বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয় ।

ঘটনাস্থানের ভিডিয়ো
author img

By

Published : May 13, 2019, 9:49 PM IST

Updated : May 13, 2019, 10:01 PM IST

বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 13 মে : তৃণমূল নেতাকে জোর করে জয়শ্রীরাম বলানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । যার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর । একে অপরের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি চলে । এলাকার বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয় । পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । এলাকায় উত্তেজনা রয়েছে ।

অভিযোগ, গতরাতে এক তৃণমূল নেতাকে জয়শ্রীরাম বলাতে বাধ্য করে BJP-র কর্মী, সমর্থকরা । আজ ওই তৃণমূল নেতার সঙ্গে এলাকায় আসে দলের কর্মী, সমর্থকরা । BJP কর্মীদের উপর মারধর শুরু হয় । খবর পেয়ে আসে আরও BJP কর্মী । শুরু হয় দু'পক্ষের মারামারি । ব্যাপক বোমাবাজি ও ইটবৃষ্টি হয় । অভিযোগ, তৃণমূল কর্মীরা BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও, এলাকায় উত্তেজনা রয়েছে । মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ।

গতকাল সকালে ট্রান্সফরমার খারাপ হওয়া নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ উত্তপ্ত হয়েছিল বিষ্ণুপুর । জখম হয় BJP-র 10 জন ও তৃণমূলের 5 জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছিল RAF ।

এই সংক্রান্ত খবর : ট্রান্সফরমার সারানো নিয়ে TMC-BJP সংঘর্ষ, জখম ১৫

বিষ্ণুপুর (দক্ষিণ 24 পরগনা), 13 মে : তৃণমূল নেতাকে জোর করে জয়শ্রীরাম বলানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । যার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর । একে অপরের বিরুদ্ধে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি চলে । এলাকার বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয় । পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । এলাকায় উত্তেজনা রয়েছে ।

অভিযোগ, গতরাতে এক তৃণমূল নেতাকে জয়শ্রীরাম বলাতে বাধ্য করে BJP-র কর্মী, সমর্থকরা । আজ ওই তৃণমূল নেতার সঙ্গে এলাকায় আসে দলের কর্মী, সমর্থকরা । BJP কর্মীদের উপর মারধর শুরু হয় । খবর পেয়ে আসে আরও BJP কর্মী । শুরু হয় দু'পক্ষের মারামারি । ব্যাপক বোমাবাজি ও ইটবৃষ্টি হয় । অভিযোগ, তৃণমূল কর্মীরা BJP কর্মীদের বাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয় ।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও, এলাকায় উত্তেজনা রয়েছে । মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ।

গতকাল সকালে ট্রান্সফরমার খারাপ হওয়া নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ উত্তপ্ত হয়েছিল বিষ্ণুপুর । জখম হয় BJP-র 10 জন ও তৃণমূলের 5 জন । পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছিল RAF ।

এই সংক্রান্ত খবর : ট্রান্সফরমার সারানো নিয়ে TMC-BJP সংঘর্ষ, জখম ১৫

sample description
Last Updated : May 13, 2019, 10:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.