সোনারপুর , 8 অক্টোবর : স্টাফ স্পেশাল ট্রেন থেকে অবৈধ যাত্রীদের নামাতে গেলে উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর । পুলিশের সঙ্গে যাত্রীদের খণ্ডযুদ্ধ বাঁধে ।
সকাল 7টা 10 নাগাদ শিয়ালদাগামী ট্রেন থেকে অবৈধ যাত্রীদের নামানোর চেষ্টা করে সোনারপুর GRP ও RPF । সেই সময় অবৈধ যাত্রীরা একজোট হয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়ে । পুলিশ সাময়িকভাবে কিছুটা পিছু হটে । তারপর আরও পুলিশকর্মী এলে যাত্রীদের উপর লাঠিচার্জ করা হয় । কয়েকজন পুলিশকর্মী ও যাত্রী আহত হয়েছেন । কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু ।
কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীরা ভিড় করছে । আর আজ পরিদর্শনে আসেন রেলপুলিশ কর্মীরা । পুলিশকে দেখে সাধারণ যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তারপর তারা জোটবদ্ধ হয়ে হামলা চালায় রেল পুলিশের উপর । পরে পুলিশ যাত্রীদের উপর লাঠিচার্জ করে । পুলিশের উপরও পালটা পাথর ছোড়া হয় ।