ETV Bharat / state

মহেশতলায় বিদ্যুতের দাবিতে অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাসিন্দাদের

author img

By

Published : May 24, 2020, 5:08 PM IST

Updated : May 24, 2020, 6:52 PM IST

ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর থেকেই বিদ্যুৎ নেই আক্রায় ৷ দ্রুত বিদ্যুৎ পরিষেবা সচলের দাবিতে আজ রাস্তা অবরোধ করেন সেখানকার বাসিন্দারা ৷ পুলিশ এসে অবরোধ সরানোর চেষ্টা করে । তখনই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । পরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷

clash
বিদ্যুতের দাবিতে পুলিশ জনতার খন্ডযুদ্ধ মহেশতলায়

মহেশতলা, 24 মে: এবার বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মহেশতলার আক্রায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে স্থানীয় বাসিন্দাদের । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ।

ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর থেকেই বিদ্যুৎ নেই আক্রায় ৷ দ্রুত বিদ্যুৎ পরিষেবা সচলের দাবিতে আজ রাস্তা অবরোধ করেন সেখানকার বাসিন্দারা ৷ পুলিশ এসে অবরোধ সরানোর চেষ্টা করে । তখনই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । পরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ এলাকায় একাধিক বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

পুলিশের বক্তব্য, বেআইনিভাবে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয়রা ৷ ঘটনাস্থান থেকে সরাতে গেলে তাঁরা ইট ছুড়তে শুরু করেন । তাঁদের ছত্রভঙ্গ করতেই লাঠিচার্জ করা হয়েছে ৷ তবে বাড়ি বা গাড়ি ভাঙচুর করা হয়নি ৷

স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য

লাঠিচার্জের কথা স্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর রাজিয়া খাতুন । তিনি বলেন, ‘ এলাকার মানুষ আমফানের পর থেকে কোনওরকম বিদ্যুৎ বা পানীয় জল পাচ্ছে না । এর জন্যই তারা প্রতিবাদে রাস্তায় নেমেছিল । অবরোধ শুরুর সময় আমি ছিলাম । চলে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে ৷’’

অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা । পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের পাশাপাশি ও দুটি বাইকও পুড়িয়ে দেওয়া হয় ।

মহেশতলা, 24 মে: এবার বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মহেশতলার আক্রায় । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে স্থানীয় বাসিন্দাদের । পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় ।

ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার পর থেকেই বিদ্যুৎ নেই আক্রায় ৷ দ্রুত বিদ্যুৎ পরিষেবা সচলের দাবিতে আজ রাস্তা অবরোধ করেন সেখানকার বাসিন্দারা ৷ পুলিশ এসে অবরোধ সরানোর চেষ্টা করে । তখনই তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । পরে তা হাতাহাতিতে পরিণত হয় ৷ স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ এলাকায় একাধিক বাড়ি ও গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে পুলিশ ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

পুলিশের বক্তব্য, বেআইনিভাবে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয়রা ৷ ঘটনাস্থান থেকে সরাতে গেলে তাঁরা ইট ছুড়তে শুরু করেন । তাঁদের ছত্রভঙ্গ করতেই লাঠিচার্জ করা হয়েছে ৷ তবে বাড়ি বা গাড়ি ভাঙচুর করা হয়নি ৷

স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য

লাঠিচার্জের কথা স্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর রাজিয়া খাতুন । তিনি বলেন, ‘ এলাকার মানুষ আমফানের পর থেকে কোনওরকম বিদ্যুৎ বা পানীয় জল পাচ্ছে না । এর জন্যই তারা প্রতিবাদে রাস্তায় নেমেছিল । অবরোধ শুরুর সময় আমি ছিলাম । চলে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে ৷’’

অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা । পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের পাশাপাশি ও দুটি বাইকও পুড়িয়ে দেওয়া হয় ।

Last Updated : May 24, 2020, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.