বারুইপুর, 13 মে : বারুইপুর সংশোধনাগারে বন্দীদের দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ । ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন । এদের মধ্যে গুরুতর জখম অবস্থায় একজনকে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার পরই সংশোধনাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুপুরে সংশোধনাগার পরিদর্শনে আসেন ADG (কারা) পীযূষ পান্ডে।
সংশোধনাগার সূত্রে খবর, 2 মার্চ বারুইপুর সংশোধনাগারে যে ঝামেলা হয়েছিল সেই ঘটনায় মূলচক্রী ছিল পোড়া খোকন। মাস দুয়েক চুপচাপ থাকার পর আজ বিকেলে ফের ঝামেলা শুরু করে সে। জেলের এক গোষ্ঠী গণেশ মল্লিক ও মমতাজ শেখের দলবলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে পোড়া খোকনের দলবল। দু'পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । বর্তমানে তিনি SSKM হাসপাতালে চিকিৎসাধীন ।
2 মার্চ বারুইপুর সংশোধনাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল । মারধর করা হয়েছিল সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের।