ETV Bharat / state

ভাঙড়ে গ্রিন-ডিজ়েল অটো চালকদের মধ্যে বিবাদ - kashipur south 24 parganas

পরিবেশ বান্ধব গ্রিন অটোর চালকদের সঙ্গে অবৈধ ডিজ়েল চালিত অটো চালকদের মধ্যে বিবাদ । পরে পুলিশের সাহায্যে বিবাদ থামে ।

ভাঙড়ে গ্রিন-ডিজ়েল অটো চালকদের মধ্যে বিবাদ
ভাঙড়ে গ্রিন-ডিজ়েল অটো চালকদের মধ্যে বিবাদ
author img

By

Published : Jan 7, 2021, 11:00 PM IST

কাশীপুর, 7 জানুয়ারি : অবৈধ অটোর দৌরাত্ম্য রুখতে এবার রাস্তায় নামল পরিবেশ বান্ধব গ্রিন অটো চালকরা । এদিন অবৈধ ডিজ়েল, অটো বন্ধ করার দাবিতে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রিন অটো চালকরা । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট এলাকায় । দীর্ঘ দু'বছর ধরে পরিবেশ বান্ধব গ্রিন অটো কিনেও ডিজ়েল অটোর দৌরাত্ম্যে রাস্তায় নামতে পারছিলেন না চালকরা । কাশীপুর থানা এলাকার প্রায় 80 টি অটোচালক এই সমস্যার সম্মুখীন হয় ।

বছর দুই ধরে বাড়িতে গাড়ি বসিয়ে তাঁরা দিন কাটাচ্ছেন । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সমাধান সূত্র বার হচ্ছিল না বলে দাবি । শেষমেশ ভাঙড় 2 নম্বর ব্লক আধিকারিক এবং কাশীপুর থানার পুলিশ আধিকারিকের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয় প্রতিদিন ডিজেল অটোর পাশাপাশি পরিবেশ বান্ধব গ্রিন অটো দশটি করে চালানো হবে ।

আরও পড়ুন : ভাঙড়ে জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত 12

মূলত পাকাপোল থেকে বোয়ালঘাটা পর্যন্ত অটো চলবে । জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই এই অটো চালানোর অনুমতি দিয়েছিল প্রশাসনের আধিকারিকরা । কিন্তু অটো চালাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা । পরে প্রশাসনের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার থেকেই অটো চালানোর অনুমতি পায় । প্রশাসনের কথা মতো আজ অটো চালাতে গেলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ । অবৈধ অটো চালকরা তাদের গাড়ি ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে ।

অভিযোগ, বোয়ালঘাটা এলাকাতে ডিজ়েল অটো চালকরা জোটবদ্ধ হয়ে এদের ওপর হামলা করে । এরপর পরিবেশ বান্ধব গ্রিন অটো চালকরা পোলেরহাট তিন রাস্তার মোড় অবরোধ করে । দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা । তাদের দাবি প্রশাসন আরো কিছুদিন সময় চেয়েছে যদি তারা অটো চালাতে না পারে তাহলে আরো বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন ।

আরও পড়ুন : কয়েক হাজার বোতল নকল সস উদ্ধার ভাঙড়ে

এদিন অবরোধ চলাকালীন ওই এলাকায় ডিজ়েল অটোর গাড়ি এলে আন্দোলনকারীরা তাদের উপর চড়াও হয় । দাবি, বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে এই অটো কেনা হয়েছিল । সরকারি অনুমতি থাকলেও চালাতে দেওয়া হচ্ছে না । অবরোধের খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পোলেরহাট চত্বরে ।

কাশীপুর, 7 জানুয়ারি : অবৈধ অটোর দৌরাত্ম্য রুখতে এবার রাস্তায় নামল পরিবেশ বান্ধব গ্রিন অটো চালকরা । এদিন অবৈধ ডিজ়েল, অটো বন্ধ করার দাবিতে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রিন অটো চালকরা । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার পোলেরহাট এলাকায় । দীর্ঘ দু'বছর ধরে পরিবেশ বান্ধব গ্রিন অটো কিনেও ডিজ়েল অটোর দৌরাত্ম্যে রাস্তায় নামতে পারছিলেন না চালকরা । কাশীপুর থানা এলাকার প্রায় 80 টি অটোচালক এই সমস্যার সম্মুখীন হয় ।

বছর দুই ধরে বাড়িতে গাড়ি বসিয়ে তাঁরা দিন কাটাচ্ছেন । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সমাধান সূত্র বার হচ্ছিল না বলে দাবি । শেষমেশ ভাঙড় 2 নম্বর ব্লক আধিকারিক এবং কাশীপুর থানার পুলিশ আধিকারিকের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয় প্রতিদিন ডিজেল অটোর পাশাপাশি পরিবেশ বান্ধব গ্রিন অটো দশটি করে চালানো হবে ।

আরও পড়ুন : ভাঙড়ে জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত 12

মূলত পাকাপোল থেকে বোয়ালঘাটা পর্যন্ত অটো চলবে । জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই এই অটো চালানোর অনুমতি দিয়েছিল প্রশাসনের আধিকারিকরা । কিন্তু অটো চালাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা । পরে প্রশাসনের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার থেকেই অটো চালানোর অনুমতি পায় । প্রশাসনের কথা মতো আজ অটো চালাতে গেলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ । অবৈধ অটো চালকরা তাদের গাড়ি ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে ।

অভিযোগ, বোয়ালঘাটা এলাকাতে ডিজ়েল অটো চালকরা জোটবদ্ধ হয়ে এদের ওপর হামলা করে । এরপর পরিবেশ বান্ধব গ্রিন অটো চালকরা পোলেরহাট তিন রাস্তার মোড় অবরোধ করে । দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা । তাদের দাবি প্রশাসন আরো কিছুদিন সময় চেয়েছে যদি তারা অটো চালাতে না পারে তাহলে আরো বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন ।

আরও পড়ুন : কয়েক হাজার বোতল নকল সস উদ্ধার ভাঙড়ে

এদিন অবরোধ চলাকালীন ওই এলাকায় ডিজ়েল অটোর গাড়ি এলে আন্দোলনকারীরা তাদের উপর চড়াও হয় । দাবি, বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে এই অটো কেনা হয়েছিল । সরকারি অনুমতি থাকলেও চালাতে দেওয়া হচ্ছে না । অবরোধের খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পোলেরহাট চত্বরে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.