ETV Bharat / state

সমকামী সম্পর্কে ভাঙনের রোষেই কি নাবালক খুন ? - murder

সম্পর্কের ভাঙনের জেরেই না কি খুন হতে হয়েছে ভাঙড়ের সাকিব মোল্লাকে । জেরায় একথা জানাল অভিযুক্ত শরিফুল ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 30, 2019, 7:47 PM IST

ভাঙড়, 30 এপ্রিল : সমকামী সম্পর্কে ভাঙন ! আর তার জেরেই না কি খুন হতে হয়েছে নাবালক সাকিব মোল্লাকে ? ভাঙড়ে নাবালক খুনের ঘটনায় ধৃতকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ।

গতরাতে ভাঙড়ের কাশিপুরের কাঠালিয়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক নাবালকের দেহ উদ্ধার হয় । খুনের অভিযোগে অভিযুক্ত শরিফুল মোল্লার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শরিফুল দীর্ঘদিন আজাহার মোল্লার(নাম পরিবর্তিত) ব্যাগের কারখানা কাজ করত । কিন্তু, তাল কাটে কয়েকদিন আগে, তাকে অন্য কাজ খুঁজে নিতে বলে আজাহার । আর কাজ চলে যাওয়ার জন্যই না কি মালিকের ছেলেকে খুন করে শরিফুল ।

কিন্তু, গতকাল পুলিশের জেরায় অন্য কথা জানায় শরিফুল। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় শরিফুল জানিয়েছে, তার সঙ্গে আজাহারের শারীরিক সম্পর্ক ছিল । তবে দিন কয়েক আগে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে বলে জানায় আজাহার । শরিফুলকে চাকরি থেকে সরিয়ে দেয় সে । একদিকে সম্পর্কের ভাঙন, অন্যদিকে দীর্ঘদিনের কাজ চলে যাওয়ার রাগেই না কি আজাহারের বছর পাঁচেকের ছেলে সাকিব মোল্লাকে খুন করে শরিফুল ।

এই সংক্রান্ত খবর : ভাঙড়ে শ্বাসরোধ করে খুন নাবালককে, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

ভাঙড়, 30 এপ্রিল : সমকামী সম্পর্কে ভাঙন ! আর তার জেরেই না কি খুন হতে হয়েছে নাবালক সাকিব মোল্লাকে ? ভাঙড়ে নাবালক খুনের ঘটনায় ধৃতকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ।

গতরাতে ভাঙড়ের কাশিপুরের কাঠালিয়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক নাবালকের দেহ উদ্ধার হয় । খুনের অভিযোগে অভিযুক্ত শরিফুল মোল্লার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শরিফুল দীর্ঘদিন আজাহার মোল্লার(নাম পরিবর্তিত) ব্যাগের কারখানা কাজ করত । কিন্তু, তাল কাটে কয়েকদিন আগে, তাকে অন্য কাজ খুঁজে নিতে বলে আজাহার । আর কাজ চলে যাওয়ার জন্যই না কি মালিকের ছেলেকে খুন করে শরিফুল ।

কিন্তু, গতকাল পুলিশের জেরায় অন্য কথা জানায় শরিফুল। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় শরিফুল জানিয়েছে, তার সঙ্গে আজাহারের শারীরিক সম্পর্ক ছিল । তবে দিন কয়েক আগে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে বলে জানায় আজাহার । শরিফুলকে চাকরি থেকে সরিয়ে দেয় সে । একদিকে সম্পর্কের ভাঙন, অন্যদিকে দীর্ঘদিনের কাজ চলে যাওয়ার রাগেই না কি আজাহারের বছর পাঁচেকের ছেলে সাকিব মোল্লাকে খুন করে শরিফুল ।

এই সংক্রান্ত খবর : ভাঙড়ে শ্বাসরোধ করে খুন নাবালককে, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

Intro:ভাঙড়ের খুনের ঘটনায় কি বিকৃত কাম উঠছে প্রশ্ন।Body: ভাঙড়ের কাশিপুর থানা এলাকায় শিশু মৃত্যুর ঘটনা চাঞ্চল্যকর মোড় নিল। পুলিশ সূত্রে খবর বাবার বিকৃত কামের শিকার হয়েছে ওই শিশু। ভাঙড়ের কাশিপুর থানার কাঠালিয়া এলাকার ঘটনা। সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল ওই গ্রামের শাজাহান মোল্লার বছর পাঁচেকের ছেলে সাকিব মোল্লা। গভীর রাতে তার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা শরিফুল মোল্লাকে অভিযুক্ত দাবী করে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। এরই পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।Conclusion: খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল অভিযুক্ত শরিফুল মোল্লা দীর্ঘদিন ধরে শাজাহান মোল্লার ব্যাগের কারখানাতে কাজ করত। কয়েকদিন হচ্ছে তাকে অন্য কাজ খুঁজে নিতে বলেছিল শাজাহান মোল্লা। ফলে শরিফুলের কাজ চলে যায়। প্রায় দশ বছর কাজ করার পর কাজ চলে যাওয়ার রাগেই সাকিব মোল্লা কে খুন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে এমন ঘটনা উঠে আসলেও অভিযুক্ত সাকিব মোল্লাকে গ্রেফতার করে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তখনই চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। পুলিশ সূত্রে খবর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় শাহজাহান মোল্লা ও সাকিব মোল্লা দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক করতেন। শাজাহান মোল্লা ইদানিং শাকিবের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছিলেন না। শাহজান মোল্লা আতঙ্কে ছিলেন তাদের এই বিকৃত কামের ঘটনা লোক সমাজে চলে আসলে সমাজে মুখ দেখাতে পারবে না তিনি। সেই কারণেই শারীরিক সম্পর্কে না করে দেয় সে। শরিফুল মোল্লা কয়েকদিন ধরেই শারীরিক সম্পর্কের জন্য জোর দিচ্ছিল বলে জানা গেছে। শাহাজান মোল্লা রাজি না হওয়ায় তার ছেলেকে খুন করে । শাজাহান মোল্লা কে শাস্তি দিতেই তার ছেলেকে খুন করেছে বলে জেরায় স্বীকার করেছেন অভিযুক্ত যুবক। এই ঘটনা সামনে আশায় চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারী অফিসারদের। মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আরো কিছু তথ্য পাওয়া যাবে বলে দাবি তদন্তকারী অফিসারদের। এদিকে এই ঘটনার পর আজ দুপুরেও অভিযুক্তের বাড়িতে একপ্রস্থ ভাঙচুর করে উত্তেজিত জনতা। তবে পুলিশ সূত্রে খবর মৃত সাকিবের বাবা শাজাহান মোল্লা থানায় অভিযোগ দায়ের করেছে যে টাকার লেনদেন এর জন্যই তার ছেলেকে খুন করেছে শরিফুল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.