ETV Bharat / state

আকাশপথে নামখানা-বকখালি পরিদর্শন মুখ্যমন্ত্রীর - latest news of bulbul

বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর। সব কর্মসূচি বাতিল করে কাকদ্বীপ যান তিনি ৷ আকাশপথে নামখানা-বকখালি ঘুরে দেখেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 11, 2019, 2:28 PM IST

Updated : Nov 11, 2019, 3:42 PM IST

কাকদ্বীপ, 11 নভেম্বর : বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব কর্মসূচি বাতিল করে কাকদ্বীপ যান তিনি ৷ আকাশপথে নামখানা-বকখালি ঘুরে দেখেন । পরে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে যোগ দেন।

প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ে বহু বাড়ি নষ্ট হয়ে গেছে । পাকা ধান ও পান বরোজের ক্ষতি হয়েছে । ঝড়ে 21টি সাবস্টেশন ভেঙে গেছে । বিদ্যুৎ আসতে 7 থেকে 10 দিন সময় লাগবে ।" ত্রাণ নিয়েও বৈঠকে আলোচনা করেন তিনি ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, বুলবুলের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ মৃত্যু হয়েছে কয়েকজনের ৷ নবান্নের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র উত্তর 24 পরগনাতেই মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একজন করে মারা গেছেন ৷ রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে 24 ঘণ্টা মনিটর করছে কেন্দ্রীয় সরকারও ৷ রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্র । ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলি দ্রুত মেরামতির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ এদিকে, বুলবুলের বিপর্যয়ের জেরে 13 নভেম্বর কোচবিহার সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী ৷

কাকদ্বীপ, 11 নভেম্বর : বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব কর্মসূচি বাতিল করে কাকদ্বীপ যান তিনি ৷ আকাশপথে নামখানা-বকখালি ঘুরে দেখেন । পরে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে যোগ দেন।

প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন, "ঘূর্ণিঝড়ে বহু বাড়ি নষ্ট হয়ে গেছে । পাকা ধান ও পান বরোজের ক্ষতি হয়েছে । ঝড়ে 21টি সাবস্টেশন ভেঙে গেছে । বিদ্যুৎ আসতে 7 থেকে 10 দিন সময় লাগবে ।" ত্রাণ নিয়েও বৈঠকে আলোচনা করেন তিনি ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, বুলবুলের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে ৷ মৃত্যু হয়েছে কয়েকজনের ৷ নবান্নের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র উত্তর 24 পরগনাতেই মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একজন করে মারা গেছেন ৷ রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে 24 ঘণ্টা মনিটর করছে কেন্দ্রীয় সরকারও ৷ রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্র । ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলি দ্রুত মেরামতির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ এদিকে, বুলবুলের বিপর্যয়ের জেরে 13 নভেম্বর কোচবিহার সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী ৷

Intro:3 নং ফাইল স্টীল পাঠালাম Body:একটু দেখে নেবেন Conclusion:আর একটা ফাইল পাঠাচ্ছি।
Last Updated : Nov 11, 2019, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.