সোনারপুর, 1 সেপ্টেম্বর : তৃতীয় ঢেউর আগে করোনার টিকা নিতে মরিয়া সাধারণ মানুষ । রাজ্যের বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রের সামনে লম্বা লাইন পড়ছে রোজই । ভ্যাকসিন কেন্দ্রগুলি খুলতেই উপচে পড়ে ভিড় ৷ সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পড়ে আহত হয়েছে অনেকে ।
আরও পড়ুন : Corona in India : এক লাফে 10 হাজার বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যুও
সেই ঘটনার ব্যতিক্রম হল না দক্ষিণ 24 পরগনার সোনারপুর কালিকাপুর পঞ্চায়েতের ভ্যাকসিন কেন্দ্রে । মঙ্গলবার রাত থেকে সেখানে অপেক্ষা করছিলেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ ৷ সেখানেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল বুধবার সকালে । কুপন বিলিতে হুড়োহুড়ি, হাতাহাতি, লাইন থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে ৷
এখানে 1 হাজার 200 টি কুপন বিলি করা হয় । বহু মানুষ কুপন না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় বহু মানুষের । লাইনে থেকে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ ৷ ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ । ভ্যাকসিন কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা রুখতে মোতায়েন করা হয় পুলিশবাহিনী । তখন কুপন বিলির কাজ বন্ধ করে রাখা হয় ।
আরও পড়ুন : Duare Sarkar : একদিনে 6.5 লক্ষ মিউটেশনের আবেদন ও তার নিষ্পত্তি দুয়ারে সরকার ক্যাম্পে
নতুন করে আবার কবে থেকে টিকাকরণ শুরু হবে, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি প্রশাসন । প্রশাসন সূত্রে খবর, খুব দ্রুতই আবার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে ৷ পুজোর আগে জেলার 100 শতাংশ করোনার টিকাকরণ করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন ৷