পাথরপ্রতিমা,7 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ পাথরপ্রতিমায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এল কেন্দ্রীয় সাত সদস্যের প্রতিনিধিদল।
হেলিকপ্টারে করে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে নামেন তাঁরা ৷ অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। দক্ষিণ মহেন্দ্রপুর হাইস্কুলে একটি প্রশাসনিক বৈঠকও করেন ৷ এরপর নদীপথে বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বেরোন ৷ পরে গোপালনগরের উদ্দেশ্যে রওনা দেন।
গতকালই দুই মেদিনীপুরের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধিদল ৷ এরপরেই আজ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা পরিদর্শন বেরোন। পাথরপ্রতিমা সহ বিভিন্ন এলাকা পরিদর্শনের পর , ফের গোসাবার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার কথা তাঁদের। মূলত নদীবাঁধের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের জনজীবন কীভাবে ব্যাহত হয়েছে তা চাক্ষুষ করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷
আরও পড়ুন : Noorjahan Mango : সাড়ে 3 কেজি ওজন, একটি আমের দাম 1 হাজার