ETV Bharat / state

ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেপ্তার 8

author img

By

Published : Jan 19, 2021, 3:50 PM IST

Updated : Jan 19, 2021, 4:32 PM IST

ক্যানিংয়ের গোলাবাড়ি থানা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ গতকালের ঘটনায় জখম এক পুলিশকর্মী সহ 5 ৷ ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

arrest
প্রতীকী ছবি

ক্যানিং, 19 জানুয়ারি : ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় গ্রেপ্তার 8 ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ রাউন্ড কার্তুজ ৷

আরও পড়ুন : বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর : মমতা

গতকাল তৃণমূল বনাম যুব তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকা । দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন গোলাবাড়ি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ইন্দ্রজিৎ ভক্ত । ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয় । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সেই ঘটনার পর থেকেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এলাকা থেকে আট জনকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ রাউন্ড কার্তুজ ৷

আরও পড়ুন : ভবানীপুরের থেকে বেশি ভোটে হারবেন নন্দীগ্রামে, মমতাকে কটাক্ষ দিলীপের

এখনও পর্যন্ত ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশ । ধৃতদের আজ আলিপুর মহকুমা আদালতে তোলা হয় । ঘটনায় উভয়পক্ষই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

ক্যানিং, 19 জানুয়ারি : ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় গ্রেপ্তার 8 ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ রাউন্ড কার্তুজ ৷

আরও পড়ুন : বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর : মমতা

গতকাল তৃণমূল বনাম যুব তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকা । দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন গোলাবাড়ি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ইন্দ্রজিৎ ভক্ত । ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয় । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সেই ঘটনার পর থেকেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এলাকা থেকে আট জনকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ রাউন্ড কার্তুজ ৷

আরও পড়ুন : ভবানীপুরের থেকে বেশি ভোটে হারবেন নন্দীগ্রামে, মমতাকে কটাক্ষ দিলীপের

এখনও পর্যন্ত ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশ । ধৃতদের আজ আলিপুর মহকুমা আদালতে তোলা হয় । ঘটনায় উভয়পক্ষই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

Last Updated : Jan 19, 2021, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.